আজ কিশোর আলোর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী
কিশোর আলো বা কিআ নামটি শুনলেই মাথায় আসে হাজারো কিশোরের হইহুল্লোড়, আনন্দ-উল্লাস। প্রতি মাসে ছাপা ম্যাগাজিন প্রকাশ ছাড়াও বছরজুড়ে কিশোরদের জন্য নানা শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করে কিশোর আলো। শিশু–কিশোরদের কাছে কিশোর আলো তাই শুধু প্রিয় ম্যাগাজিনই নয়, বরং জীবনের অনন্য এক অধ্যায়ের নামও। শুধু চার দেয়াল ও স্ক্রিনের মধ্যে বন্দী না থেকে এখান থেকেই কিআ পাঠকেরা স্বপ্ন দেখতে শেখে, বদলে যায় তাদের চিন্তার জগৎ।
কিশোর মহলে এমন জনপ্রিয় যে নাম, সেই কিশোর আলোর আজ জন্মদিন। ৮ বছর পেরিয়ে ৯ বছরে পা দিল ম্যাগাজিনটি। ২০১৩ সালের ১ অক্টোবর কিশোর আলোর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রকাশের পরই দেশজুড়ে পড়ে যায় হইচই। সেই থেকে ‘আমার পৃথিবী অনেক বড়’ স্লোগান সঙ্গে করে কিশোর আলো পুরো উদ্যমে চালিয়ে যাচ্ছে নানা কার্যক্রম। শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকেনি কিআর সেসব কর্মকাণ্ড; বরং ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে গেছে এসব উদ্যোগ। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে একে একে গড়ে উঠেছে কিশোর আলোর ৫৫টি বুক ক্লাব, যেখানে কিআ পাঠকেরা নিজেদের মধ্যে বই পড়া, বই আদান–প্রদান, লেখালেখি ছাড়াও আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের।
শুধু তা–ই নয়, আলোকচিত্র ও চলচ্চিত্র নিয়েও কাজ করে যাচ্ছে কিশোর আলোর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা। তারা এখান থেকে অর্জন করছে নানা দক্ষতা, সেসব কাজে লাগিয়ে তৈরি করছে চমৎকার সব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ক্যামেরার লেন্সে বন্দী করছে জগৎটাকে।
এমনকি করোনা মহামারির এই কঠিন সময়েও থেমে থাকেনি কিশোর আলোর কোনো কার্যক্রম। অনলাইনেই বছরজুড়ে চলে আসছে কিআর বিভিন্ন কর্মশালা, তারকা ও গুণীজনের সঙ্গে আড্ডার মতো সব কার্যক্রম। ঘরবন্দী কিআপ্রেমীদের সুবিধার্থে অনলাইন সংস্করণেই প্রকাশিত হয়ে আসছে নানা রকম লেখা।
প্রতিবছরই কিশোর আলোর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আয়োজিত হয় নানা অনুষ্ঠান। তবে মহামারির কারণে গত বছরের মতো এবারও অনলাইনে আয়োজিত হচ্ছে এসব কার্যক্রম। জন্মদিনের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে ‘কিআর ৮, জমজমাট’ স্লোগান নিয়ে নানা শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপিত হবে কিশোর আলোর এবারের জন্মদিন। সঙ্গে থাকবে মজার সব কুইজ ও কর্মশালা। এরই অংশ হিসেবে ১ ও ৪ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত হচ্ছে ‘লাখ টাকার পুরস্কার’ নামে বিশেষ কুইজের কুপন। মজার এ কুইজে অংশ নিয়ে পাঠকেরা জিতে পারে ল্যাপটপ। সেই সঙ্গে আছে ট্যাব ও বই। এ ছাড়া কিশোর আলোর ফেসবুক পেজে ১ থেকে ৩১ অক্টোবর প্রতিদিন কুইজের উত্তর দিয়ে জিতে নেওয়া যাবে পুরস্কার। এখানেই শেষ নয়, লেখালেখি, ভাষা, গণিত, সহশিক্ষা কার্যক্রম, আলোকচিত্র, চলচ্চিত্র ও ক্যারিয়ার নিয়ে গুণীজনেরা পরিচালনা করবেন কর্মশালা।
এত সব আনন্দ আয়োজনের বিস্তারিত জানতে চোখ রাখতে হবে কিশোর আলোর ওয়েবসাইট (www.kishoralo.com) ও ফেসবুক পেজে (www.fb.com/kishor.alo)।