আইনস্টাইনের ধাঁধা

এ ধাঁধাটির জনক আইনস্টাইন। অত্যন্ত সহজ একটি ধাঁধা। কিন্তু তবু আইনস্টাইন বলেছিলেন, পৃথিবীর ৯৮ শতাংশ মানুষই এর সমাধান বের করতে পারবে না। তাঁর এই উক্তি যে নেহাত কথার কথা নয়, এর প্রমাণ মিলে গেছে ইতিমধ্যেই। দেখাই যাক, ভাগ্যবান ২ শতাংশের জায়গায় নিজেকে তুলে ধরতে পারো কি না: পাঁচ রঙের পাঁচটি ঘর। প্রত্যেক ঘরে আবার ভিন্ন ভিন্ন দেশের লোক বাস করে। এমনকি প্রত্যেকেই আলাদা পানীয় পান করে, সিগারেটের ব্র্যান্ডও আলাদা, এমনকি তাদের পোষা প্রাণীটাও আলাদা!

সূত্র: মনোযোগ দিয়ে পড়ো। লাল ঘরে বাস করে ব্রিটিশ। সুইডিশের পোষা প্রাণীটা হলো কুকুর। ডেনিশের প্রিয় পানীয় চা। সাদা বাড়িটার বাঁয়ে সবুজ বাড়ি। সবুজ বাড়ির মালিক কফি পান করে। পলমল সিগারেট যে খায় তার পোষা প্রাণী হলো পাখি। হলুদ বাড়ির মালিক ডানহিল সিগারেট খায়। মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করে। প্রথম বাড়িটায় বাস করে নরওয়ের এক লোক। যে বিড়াল পোষে তার পাশের বাড়ির বাসিন্দা ব্লেন্ড সিগারেট খায়। ডানহিল যে খায়, তার পাশের বাড়ির লোকটা ঘোড়া পোষে। ব্লুমাস্টার সিগারেট যে খায় সে বিয়ারও পান করে। জার্মান লোকটা খায় প্রিন্স সিগারেট। নীল ঘরটার পাশে থাকে নরওয়ের লোক। ব্লেন্ড যে খায় তার প্রতিবেশী পানি পান করে। প্রশ্ন হলো, মাছ পোষে কে?

উত্তর

জার্মান।