তুমুল বৃষ্টি। দুপুরবেলাতেও ঘনঘোর অন্ধকার, মেঘে মেঘে কালো হয়ে এসেছে আকাশ। এই আবহাওয়াতে ঘরের মধ্যে বসে স্ক্রিনের সামনে চলছে তুমুল তর্ক, অ্যানিমে নাকি অ্যানিমেশন? ডেথ নোট নাকি গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস?
বলছিলাম চট্টগ্রাম কিআ বুক ক্লাবের জুন মাসের সভার কথা। ১৮ জুন বেলা তিনটায় শুরু হয় সভা। সভার ‘অ্যানিমে’ পর্বের মূল আলোচক ছিল সৌমিক বড়ুয়া। সমান উৎসাহ নিয়ে এতে যোগ দেয় উপস্থিত বেশিরভাগ সদস্যই।
সভার নির্ধারিত বই ছিল বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ। সেইসাথে ছিল উপভোগ্য তাৎক্ষণিক গল্পলেখা পর্ব, যে পর্বে দুজনের দলে ভাগ হয়ে একটি গল্পের প্রথম অংশের বাকিটুকু শেষ করে সভায় পড়ে শোনায় সদস্যরা।