অনলাইন ক্লাস চলিতেছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ স্ক্রিনের সামনে বসিয়া হাই তুলিলেন। এত একঘেয়ে ক্লাস করিবার চাইতে বসিয়া বসিয়া এই বৈশাখের রুদ্রমূর্তি কিংবা মশার উৎপাত লইয়া সুচিন্তিত দু–একখানা কবিতা লিখিয়া ফেলিলে মন্দ হইত না! তাহার আনমনা ভাব লক্ষ করিয়া জলদগম্ভীরস্বরে মাস্টারমশাই কহিলেন, ‘অ্যাই রবি, তৃতীয় বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিউটনের থার্ড ল–এর যথার্থতার বিশ্লেষণ বল দেখি?’–এর বাকিটুকু লিখে শেষ করার দলভিত্তিক গল্পলেখা পর্ব দিয়ে ১৯ মে শুরু হয় এ মাসের চট্টগ্রাম কিশোর আলো বুক ক্লাবের সভা।
মে হলো চমৎকার একটি মাস। আম-কাঁঠালের মতো সুস্বাদু সব গ্রীষ্মকালীন ফল পাকার সময় বলে তো বটেই, একই সঙ্গে এ মাসে বাংলা সাহিত্যের দুজন ব্যক্তির জন্ম—রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। তাঁদের নিয়েই সাজানো হয়েছিল চট্টগ্রাম কিআ বুক ক্লাবের সভা। তাঁদের উপজীব্য করে চলে আড্ডা ও নানা পর্ব। সভার শেষ দিকে শাহরিয়ার কবিরের লেখা এ মাসের নির্ধারিত নুলিয়াছড়ির সোনার পাহাড় বইটি নিয়ে আলোচনা করে শামিয়া ইসলাম।