অদ্ভুত এক বাজি!

ভয়ানক খামখেয়ালি এক লোক মি. ফিলিয়াস ফগ। জ্ঞানী, ধনী এই ব্যক্তির একমাত্র পরিচয় লন্ডনের রিফর্ম ক্লাবের সদস্য হিসেবে। ভীষণ সময়ানুবর্তী এই লোক সব কাজই করেন ঘড়ি ধরে ধরে। বাঁধাধরা নিয়মে জীবন চালিয়ে যাওয়া ফিলিয়াস ফগের জীবনে ছিল না কোনো হতাশা। হঠাৎ এক সন্ধ্যায় মর্নিং ক্রনিকল পত্রিকার একটি প্রবন্ধে চোখ আটকে যায় সবার। ফিলিয়াস ফগ বন্ধুদের সঙ্গে বাজি ধরেন ৮০ দিনে বিশ্বভ্রমণের। ভৃত্যকে নিয়ে যাত্রা করেন পূর্বদিকে। লন্ডন থেকে সুয়েজ বন্দর পর্যন্ত নির্ঝঞ্ঝাটে কাটলেও এরপর থেকে এক গোয়েন্দা তাকে চোর হিসেবে সন্দেহ করে পিছু নেয়। হতে থাকে নানা ঝামেলা। পথে একেক দেশে ঘটে একেক রকম ঘটনা। সত্যিই কি নির্ধারিত সময় পুরো বিশ্ব ঘুরে আসতে পারেন ফগ? জানতে হলে পড়তে হবে বিশ্বখ্যাত লেখক জুল ভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমণ বইটি। সেবা প্রকাশনীতে খুঁজলেই পাবে বইটির অনুবাদ।

লেখক: সপ্তম শ্রেণি, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়