অদেখা চাঁদের দৃশ্য

২০১৯ সালের শুরুর দিকে চীন পরিকল্পনা করছিল চন্দ্র অভিযানের। চ্যাং–৪ ল্যান্ডার আর ইউতু–২ রোভারের সাহায্যে চাঁদের যে পাশ আমরা দেখতে পাই না, সেখানে মিশন করতে চেষ্টা করছিল চীনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। অবশেষে চাঁদের সেই অদেখা দিকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি সচল হয়ে ওঠে চ্যাং–৪। সঙ্গে ল্যান্ডার ইউতু–২ও কাজ করতে শুরু করে। এগুলোর বিশেষ ক্যামেরার সাহায্যে চাঁদের সেসব অঞ্চলের চমকপ্রদ ছবি তোলা হয়। ছবি সংগ্রহ এবং সেগুলো বিশ্লেষণে কাজ করছে ডউগ ইলিসন নামের একটি বিশেষজ্ঞ দল। যারা নাসার মঙ্গলের কিউরিওসিটি রোভারের তথ্য পর্যালোচনা করেছিল।

মিশনের এক বছরের মাথায় চাঁদের উত্তরে বিশালাকার অ্যাইটকেন বেনিসের ভন কারমান খাদে পৌঁছে গেছে চ্যাং–৪। যেখানে এর আগে কেউই পৌঁছাতে পারেনি।

এই মিশনের মাধ্যমে তোলা চাঁদের সেসব অদেখা দিকের ছবিগুলো জনসমক্ষে প্রকাশ করেছে চীন। একে একে তাহলে দেখে নেওয়া যাক সেসব ছবির কয়েকটি।

২৮টি ফ্রেম ব্যবহার করে ৩৬০ ডিগ্রি এই ছবি তোলা হয়েছে।
রোভার ইউতু–২ ল্যান্ডার চ্যাং–৪ থেকে কিছুটা দূরে গিয়েই এমন আলো–আঁধারের একটি ছবি তোলে।
প্যানকামের সাহায্যে তোলা সাইট–৯৭–এর ছবি এটি।
অন্ধকারে তোলা ছবিগুলো থেকে তথ্য বিশ্লেষণ করে তাতে রঙের বিন্যাস ঘটানো হয়।
রোভার থেকে বেশ কিছুটা দূরে গিয়ে ছবি তোলে ল্যান্ডারটি।
চাঁদের বুকে এভাবে ল্যান্ডারের ঘোরাফেরার পদচিহ্ন দেখা যায়।