কিআর উৎসবে চঞ্চল বললেন, সবাই সাংবাদিকের মতো প্রশ্ন করছে
অভিনেতা চঞ্চল চৌধুরীর কাছে তৃতীয় শ্রেণির ছাত্রী শান্তি জানতে চাইল, ‘বাংলা সাহিত্যের কোন চরিত্রটি তিনি করতে চান?’ প্রশ্নের উত্তরের চঞ্চল মজা করে বলেন, ‘সবাই দেখি সাংবাদিকদের মতো প্রশ্ন করছে!’
রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে আজ রোববার সকাল নয়টা থেকে শুরু হয়েছে নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩। শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ আয়োজন।
চঞ্চল চৌধুরীর প্রিয় সিনেমা, অভিনেতা না হলে কী হতেন, কেন অভিনেতাই হলেন, পরের সিনেমা কবে আসবে ইত্যাদি নানা প্রশ্ন ছিল তাঁর কাছে। এক এক করে সবার প্রশ্নেরই উত্তর দেন তিনি। সঙ্গে দিয়ে দেন ছোট্ট একটু পরামর্শ। বলেন, পড়াশোনার পাশাপাশি নানা ভালো কাজের সঙ্গেও যুক্ত থাকতে হবে। তাহলে স্বীকৃতি আসবে।
চঞ্চলেরই অভিনীত ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় ছিলেন। কার্নিভ্যালে আগতদের তিনি হাওয়া সিনেমা কীভাবে নির্মিত হলো তা দেখান।
পরিচালক মেজবাউর রহমান বলেন, ‘সিনেমা বানাতে হলে প্রতিটি মানুষের নিজস্ব একটি জার্নি থাকতে হবে। আরেকজন হয়তো চিন্তা উসকে দিতে পারে। সিনেমা নির্মাণ করতে হলে প্রচুর পড়তে হবে।’
বিখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন নেন আলোকচিত্র বিষয়ক কর্মশালা। সেখানে নিজের তোলা ছবিও দেখান তিনি।
কিআ আড্ডায় ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিশোররা জানতে চান তাঁদের প্রিয় শিক্ষক কে। তিশা ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষকের গল্প শোনান। সেই শিক্ষকের সঙ্গে এখনো তাঁর যোগাযোগ আছে জানান। ফারুকী বলেন, ভুল থেকে তিনি অনেক কিছু শেখেন।
মজার মজার ছড়া কীভাবে লেখে সে গল্প শোনান ছড়াকার রোমেন রায়হান ও আখতার হুসেন।
উপন্যাস লেখার সময় কী মাথায় থাকে, কীভাবে প্লট তৈরি হয় এসব নিয়ে আড্ডা দেন লেখক ইসমাইল আরমান, শিবব্রত বর্মন ও তানজিনা হোসেন।