কিশোর আলোর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিআর পাতায় ছাপানো হয়েছিল বিশেষ এক কুইজ। বিজয়ীদের জন্য ছিল লাখ টাকা সমমূল্যের পুরস্কার। তাই এই কুইজের নাম ‘লাখ টাকার কুইজ’। কুইজ প্রকাশের পর থেকেই সারা দেশ থেকে আসতে থাকতে হাজার হাজার কুইজের উত্তর।
অনেক যাচাই-বাছাইয়ের পর লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীদের নাম প্রকাশ করা হয় কিশোর আলোর নভেম্বর সংখ্যায়। বিজয়ীদের জন্য নির্ধারিত ছিল দারুণ সব পুরস্কার। প্রথম পুরস্কার একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার একটি ট্যাব ও তৃতীয় পুরস্কার হিসেবে ২০ জনের প্রত্যেকে পাবে ১ হাজার টাকা সমমূল্যের বই।
‘লাখ টাকার কুইজ’–এর প্রথম পুরস্কার ল্যাপটপ জিতেছে মো. আতীকুল ইসলাম। আর দ্বিতীয় পুরস্কার ট্যাব জিতে নেয় মোছা. তাসরিবা খাতুন। ২৬ ডিসেম্বর দুপুরে কিআর অফিসে অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ ও ট্যাব।
পুরস্কার হাতে পেয়ে বেশ খুশি দুই বিজয়ী। পুরস্কার নিতে তাসরিবা এসেছিল যশোর থেকে। বড় ভাইকে সঙ্গে নিয়ে আগের দিন রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয় সে। সারা রাত যাত্রার পরও পুরস্কার হাতে পেয়ে সব ক্লান্তি দূর হয়ে যায় তাসরিবার। ল্যাপটপ বিজয়ী আতীকুল চট্টগ্রাম থেকে এসেছিল পুরো পরিবারকে সঙ্গে নিয়ে। সে জানায়, এটাই নাকি তার পাওয়া প্রথম এত বড় পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ছড়াকার আখতার হুসেন ও লেখক সাইদুজ্জামান রওশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, সাংবাদিক মাহমুদ ইকবাল, প্রথম আলোর ম্যাগাজিন সমন্বয়ক শাহাদার ফয়েজ ওয়াইসি, কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক খন্দকার আতিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম।
‘লাখ টাকার কুইজ’–এর তৃতীয় পুরস্কার বিজয়ী ২০ জনের ঠিকানায় শিগগিরই পৌঁছে যাবে পুরস্কার। তাদের প্রত্যেকে পাবে ১ হাজার টাকা সমমূল্যের বই।