কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ দিনভর আনন্দ-আড্ডা
আজ নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩। শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার দিনভর চলবে এ আনন্দ-আড্ডা অনুষ্ঠান। নানা বিষয়ে হবে কর্মশালা। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ আয়োজন।
কেবল তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির নিবন্ধিত কিশোর-কিশোরী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের নিবন্ধনের সঙ্গে অক্টোবর মাসের কিশোর আলো সংখ্যা নিয়ে আসতে হবে। সংখ্যা না থাকলে আগামী ছয় মাসের গ্রাহক হয়ে অনুষ্ঠানে প্রবেশ করা যাবে। এ ক্ষেত্রেও আগে নিবন্ধন করা থাকতে হবে।
মণিকুন্তলা সংগীত বিদ্যায়তনের গানের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধন ঘোষণা করবেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। শুভেচ্ছা বক্তব্য দেবেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক; সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মারিয়া ও সানজিদা; বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং অভিনেতা চঞ্চল চৌধুরী।
গণিত ও প্রযুক্তি নিয়ে কথা বলবেন গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। স্থপতি ও অভিনয়শিল্পী অপি করিম কথা বলবেন স্থাপত্যে ক্যারিয়ার নিয়ে। থাকবে নগদের পক্ষ থেকে গেম শো, ঢাকা পাপেটের পাপেট শো। এ ছাড়া থাকছে মানসুরা মুবাশ্বিরার ভেন্ট্রিলোকুইজম; বিটমসফিয়ারের বিট বক্সিং; স্বপন দিনারের জাদু; এরফান মৃধা, আতিয়া আনিসা ও ব্যান্ড অড সিগনেচারের গান।