সদস্য হতে চাই

কিশোর আলোর সদস্য কিংবা ভলান্টিয়ার হতে চাইলে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এ জন্য কিছু তথ্য তোমাকে কিশোর আলো ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে।

তথ্যগুলো হলো

তোমার পূর্ণ নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, বয়স, মা/বাবার মোবাইল নম্বর, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ফেসবুক আইডির লিংক (যদি থাকে) ও আগ্রহের বিষয়।

সঙ্গে তোমার একটি ছবিও দিবে (যে ছবিতে তোমাকে চেনা যাচ্ছে, সাইড থেকে তোলা বা মুখ ঢাকা স্টাইলিশ ছবি না)। ওয়াল বা স্ট্যাটাসে কোনো তথ্য দিবে না।

তোমার বয়স অবশ্যই ২০ বছরের কম হতে হবে। তোমার দেয়া তথ্যগুলো মিটিংয়ে আসা ও কিআতে ভবিষ্যতে কাজ করার জন্য তোমার রেজিস্ট্রেশন হিসেবে গণ্য হবে।

তবে মিটিংয়ে আসার আরো কিছু নিয়মাবলী আছে। সেগুলো প্রতি মিটিংয়ের কয়েক দিন আগে ফেসবুক পেজে জানানো হয়।  রেজিস্ট্রেশন করার পাশাপাশি সেসব নিয়মও মেনে আসতে হবে।

 

মডেল হতে চাই!

কিশোর আলোর মডেল হতে চাইলে তোমার কিছু তথ্য  কিশোর আলো ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে।

তথ্যগুলো হলো

নিজের পূর্ণ নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, বয়স, মা/বাবার মোবাইল নম্বর, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ফেসবুক আইডির লিংক (যদি থাকে), তুমি কোন পোষাকে মডেলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করো এবং কোন পোষাকে মডেলিং করতে চাও না, তা উল্লেখ করবে।

সঙ্গে পাঠাবে তোমার কয়েকটি ছবি।  ছবিগুলোর মধ্যে অন্তত একটি করে ক্লোজ (ফেস), মিড (হাফ বডি) ও লং (ফুল বডি) ছবি থাকতে হবে।

ওয়াল বা স্ট্যাটাসে কোনো তথ্য দিবে না, শুধু ইনবক্সেই দিবে।

বাবা মায়ের অনুমতি লাগবে।

মডেল হিসেবে নির্বাচিত হলে তোমাকে ফোনের মাধ্যমে জানানো হবে।