মার্টিন লুথার কিং জুনিয়র (১৯২৯-১৯৬৮) আমেরিকায় কালো-সাদা বিভেদ দূর করার জন্য সংগ্রাম করেছিলেন। তাঁর একটা বিখ্যাত বক্তৃতা আছে, আই হ্যাভ আ ড্রিম। আমার একটা স্বপ্ন আছে। তিনি আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
মার্টিন লুথার কিংয়ের একটা উক্তি আমার খুব প্রিয়। তিনি বলেছিলেন, ‘একজনকে যদি রাস্তা ঝাড়ু দিতে বলা হয়, তিনি এত সুন্দর করে রাস্তা ঝাড়ু দেবেন, যেন তিনি শিল্পী মিকালোঞ্জেলো, শিল্পসৃষ্টি করছেন, তিনি যেন বিটোফেন, সংগীত সৃষ্টি করছেন, তিনি যেন শেক্সপিয়ার, কবিতা লিখছেন। তাঁর কাজ দেখে পৃথিবী আর স্বর্গের অধিবাসীরা নেমে আসবে, থেমে যাবে, তারা বলবে, ওই দেখো, একটা লোক রাস্তা ঝাড়ু দিচ্ছে, যে কিনা পৃথিবীর সবচেয়ে ভালো ঝাড়ুদার।’
কথাটা আমি মাঝেমধ্যে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে দেখেছি, নিজেরই লাভ হয়। আমি যদি থালাবাসনও মাজি, টেবিল পরিষ্কার করি, তখন এ কথা বলি, সুন্দর করে করতে হবে। যে কাজই করি না কেন, ছোট বা বড় বলে কোনো কথা নেই, সুন্দর করে করতে হবে। তখন কাজটা করতে আনন্দ লাগে, কাজটা ভালোও হয়। নিজের মনেই শান্তি লাগে।
তোমরা বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখতে পারো। হোমওয়ার্ক করছ, সুন্দর করে করো। খাবার খাচ্ছ, সুন্দর করে খাও। ঘর গোছাচ্ছ, সুন্দর করে গোছাও। নিজেরই ভালো লাগবে। কাজের ক্লান্তি কমে আসবে।