ক্রিকআট

রেকর্ডের খেলা ক্রিকেট। প্রতিনিয়ত চলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। ৮ নিয়েও রয়েছে অসংখ্য রেকর্ড। কিআর যেহেতু ৮ বছর হলো, এর সঙ্গে মিলিয়ে চলো দেখে নিই ক্রিকেটের কিছু ৮-এর কথা।

আন্তর্জাতিক ক্রিকেটে আটটি সেঞ্চুরি আছে ২৩ ব্যাটসম্যানের।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১২টি ৮ রানের ইনিংস মাহমুদউল্লাহর।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ৮।
আন্তর্জাতিক ক্রিকেটে টানা সর্বোচ্চ ৮ ইনিংসে ৫০ ছাড়ানো ইনিংস আছে শুধু পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের।
টেস্ট ক্রিকেট এক ম্যাচে সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি দেখেছে দুবার—২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা ও ২০১৩ সালে শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচে।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ তিনবার ইনিংসে ৮ উইকেট পেয়েছেন ইংল্যান্ডের জর্জ লোহম্যান ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। দুজনই পেয়েছেন টেস্টে।
আন্তর্জাতিক ক্রিকেটে আটে নেমে সবচেয়ে বেশি রান নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির (৩১৫৪)।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বলের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের, ২০১১ ওয়ানডে বিশ্বকাপে কানাডার বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বলে সবচেয়ে বেশিবার ৮ রানে আউট হয়েছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৮ রানের ইনিংস আছে শচীন টেন্ডুলকারের। ভারতীয় এই ব্যাটসম্যান ২৩ বার ৮ রান করেছেন। টেস্টে ১২ বার, ওয়ানডেতে ১১ বার।
বাংলাদেশের হয়ে ৮ উইকেট নেওয়া একমাত্র বোলার তাইজুল ইসলাম। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে।