চ্যাম্পিয়নস ট্রফির সেরা ম্যাচ
নতুন ট্রফির সূচনা
আট বছর পর আবারও দৃশ্যপটে চ্যাম্পিয়নস ট্রফি। বারবার ফরম্যাট পরিবর্তন, নাম পরিবর্তন, টুর্নামেন্টের সময়কাল পরিবর্তন, অবশেষে বন্ধই হয়ে যাওয়া। এত কিছুর পরও চ্যাম্পিয়নস ট্রফিকে দমাতে পারেনি কেউ। আবারও নিজের পুরোনো রূপে ফিরে এসেছে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় বড় টুর্নামেন্ট, চ্যাম্পিয়নস ট্রফি। তোমাদের হাতে যতক্ষণে ম্যাগাজিন পৌঁছাবে, ততক্ষণে ফাইনালের দুই দলের নাম জানা হয়ে যাবে। কিন্তু আজকের গল্পটা এবারের টুর্নামেন্ট নিয়ে নয়। বরং ২৭ বছর ধরে চলে আসা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের আলোচিত ম্যাচগুলো নিয়ে।