অলিম্পিক মেডেলের দাম কত

প্যারিসে চলছে অলিম্পিকরয়টার্স

অলিম্পিকের অ্যাথলেটদের জীবনের বেশির ভাগ সময় ব্যয় হয় নিজেকে প্রস্তুত করতে। সারা বিশ্ব থেকে মাত্র কিছু লোক অলিম্পিকে খেলার সুযোগ পান। সংখ্যাটা খুবই কম। মানে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতেও প্রচুর খাটুনি আছে। পদক অর্জন করা তো পরের কথা। তবে যাঁরা পদক পান, কষ্ট করে পাওয়া তাঁদের পদকের বাজারমূল্য আসলে কত? কত টাকা মূল্যের একটি পদকের জন্য বিশ্বের প্রায় সব দেশের অ্যাথলেট একটি স্বর্ণপদকের আশায় মুখিয়ে থাকেন?

পদকের মূল্য নির্ধারণ করার আগে জেনে নিই এই পদকে কী আছে। এখন প্যারিসে চলছে অলিম্পিকের ৩৩তম আসর। তাই প্যারিস অলিম্পিকের মেডেলে কী রয়েছে, সেটাই জানা যাক। প্রতিটি ব্রোঞ্জপদকের ওজন ৪৫৫ গ্রাম। কপার ৪১৫ গ্রাম, জিঙ্ক ২২ গ্রাম ও লোহা ১৮ গ্রাম। রৌপ্যপদকের ওজন ৫২৫ গ্রাম। ৫০৭ গ্রাম রৌপ্য ও ১৮ গ্রাম লোহা। আর স্বর্ণপদকের ওজন ৫২৯ গ্রাম। ৫০৫ গ্রাম রৌপ্য, ১৮ গ্রাম লোহা ও মাত্র ৬ গ্রাম স্বর্ণ।

তাহলে একটি স্বর্ণপদকের বর্তমান বাজারমূল্য কত? অক্সফোর্ড ইকোনমিকসের মতে, এই মেডেলে ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের স্বর্ণ। সে হিসাবে একটি স্বর্ণপদকের বর্তমান বাজারমূল্য ৯৫০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২১ হাজার। মার্কিন সাময়িকী ফোর্বসের মতে, এর বাজারমূল্য ৯৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১১ হাজার। অর্থাৎ মূল্য প্রায় কাছাকাছি। মানে একটি স্বর্ণপকদের দাম লাখ টাকার চেয়ে কিছু বেশি।

আরও পড়ুন

তবে ফোর্বস আবার এটাও জানিয়েছে, যদি স্বর্ণপদকে ২৪ ক্যারেটের স্বর্ণ ব্যবহার না করে খাটি স্বর্ণ ব্যবহৃত হয়, মানে যাতে খাদ নেই, তাহলে এর বাজারমূল্য বেড়ে হবে ৪৮ লাখ ১৫ হাজার টাকা। তবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ, সর্বশেষ ১৯১২ সালে খাটি সোনা ব্যবহৃত হয়েছিল পদকে।

ফোর্বসের মতে, একটি রৌপ্যপদকের বর্তমান বাজারমূল্য ৪৮৬ ডলার বা প্রায় ৫৬ হাজার টাকা। আর ব্রোঞ্জ পদকের মূল্য মাত্র ১৩ ডলার বা দেড় হাজার টাকা।

তবে টাকা দিয়ে এই পদকের মূল্য নির্ধারণ করা যায় না। আপনি হয়তো লাখ লাখ টাকা দিলেও আপনার কাছে কেউ একটা ব্রোঞ্জপদক বিক্রি করবেন না। কারণ, টাকা দিয়ে এর মূল্য নির্ধারণ করা যায় না। তা ছাড়া এবারের মেডেলে ব্যবহৃত হচ্ছে আইফেল টায়ারের ১৮ গ্রাম করে লোহা। টাকা দিয়ে এ সম্পদ কেনা কি সম্ভব? মোটেই না।

এ তো গেল মেডেলের বাজারমূল্য। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বের সেরা তকমা পেয়ে মাত্র হাজার বা লাখ টাকা পান না খেলোয়াড়েরা। প্রতিটি দেশ আলাদাভাবে খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করে। যেমন ক্যারিবিয়ান দেশ ডোমিনিক রিপাবলিক তাদের প্রত্যেক স্বর্ণপদক জয়ীকে দেবে ২ লাখ ৫২ হাজার ডলার। ভাবতে পারো! বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা। এ রকম সব দেশই কিছু না কিছু অর্থ ঘোষণা করে। অনেক দেশ আবার টাকার পরিবর্তে ফ্ল্যাট দিয়ে থাকে। কোন দেশে কত টাকা বা কী দেয় খেলোয়াড়দের, তা জানাব পরের লেখায়।

সূত্র: ফোর্বস, ইউরো নিউজ ও এনবিসি নিউইয়র্ক ডট কম

আরও পড়ুন