শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৩, গ্রুপ পর্ব:
থ্রিলার মানেই কি বিশাল স্কোরের ম্যাচ? লো–স্কোরিং থ্রিলারও যে সবার নজর কেড়ে নিতে পারে তার প্রমাণ শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। কার্ডিফে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন এক কুমার সাঙ্গাকারা। বাকিরা শামিল হয়েছিলেন আসা-যাওয়ার মিছিলে। সাঙ্গাকারার ৬৮ রানে ভর করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে যোগ করেছিল ১৩৮ রান। ৮ ওভার ৫ বলে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন মিচেল ম্যাকক্লেনাঘান। ব্যাটিং করতে নেমে উল্টো ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। ভয়ানক রূপে আবির্ভূত হন লাসিথ মালিঙ্গা। ১০ ওভারে ৩৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সপ্তম ব্যাটসম্যান হিসেবে যখন ব্র্যান্ডন ম্যাককালাম ফেরত গেলেন, ততক্ষণে মাঠে আর কোনো স্বীকৃত ব্যাটার নেই। সেখান থেকে টিম সাউদিকে সঙ্গী করে নাথান ম্যাককালাম বের করলেন ম্যাচ। নাথান না থাকলেও শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে জয় নিশ্চিত করেন টিম সাউদি।
নিউজিল্যান্ড ১ উইকেটে জয়ী