২০২৩ সালে টেস্টের সেরা পারফর্মার

এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়াআইসিসি

১১ জুন ২০২৩। দ্য ওভাল, লন্ডন। টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে উদ্‌যাপন করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কেনই–বা করবেন না? ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ২০৯ রানের বড় ব্যবধানে। শুধু ফাইনালেই নয়, সারা বছর দাপটের সঙ্গে টেস্ট খেলেছেন অজিরা। তাই সেরা পারফর্মারের তালিকায় অজিদেরই আধিপত্য। তবে এই তারার মেলার এই ভিড়ে আছেন একজন বাংলাদেশি ক্রিকেটারও। এ লেখায় শুধু ২০২৩ সালে পুরুষদের টেস্টের সেরা পারফর্মারদের পরিসংখ্যান দেখব।

২০২৩ সালে সবেচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। তিনটি করে সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, অস্ট্রেলিয়ার উসমান খাজা ও স্টিভ স্মিথ। সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন একজন অজি ক্রিকেটার। বাকি পরিসংখ্যানগুলো ছকের সাহায্যে দেখা যাক।

২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন যাঁরা

উসমান খাজা
এএফপি
২০২৩ সালে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত
শামসুল হক

২০২৩ সালে টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ রান করেছেন যাঁরা

কুশল মেন্ডিস
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট টুইটার

২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন যাঁরা

নাথান লায়ন
ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া
২০২৩ সালে ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম
শামসুল হক

২০২৩ সালে টেস্টে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন যাঁরা

জাদেজা নিয়েছেন সাত উইকেট
ছবি: এএফপি

২০২৩ সালে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন যাঁরা

অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি
ছবি: টুইটার