আফগানিস্তান বনাম ইংল্যান্ড, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫, গ্রুপ পর্ব:
চ্যাম্পিয়নস ট্রফিতে অঘটন ঘটার আশঙ্কা তুলনামূলক কমই থাকে। শীর্ষ আট দলের টুর্নামেন্ট, যে কেউ যে কাউকে হারাতে পারে যেকোনো দিন। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যেটা ঘটেছে, তাকে প্রথম দেখায় অঘটন বলা ভুল হবে না। ফর্মে থাকা বিশ্বজয়ী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। কোনো ব্যাটিং বিপর্যয় নয়, কোনো ক্যারিশমা নয়; স্পোর্টিং উইকেটে টেক্কা দিয়ে ইংল্যান্ডকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করেছে আফগানরা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ৩২৫ রানের বিশাল টার্গেট দেয় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান করেন চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ স্কোর ১৭৭! ব্যাট করতে নেমে জো রুটের ১২০ রানের ইনিংস ফিকে হয়ে যায় আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিংয়ের কাছে। ১০ ওভারে ৫৮ রান দিয়ে ৫ উইকেট, সঙ্গে পুরো ম্যাচে আর কারও ঠিকমতো সঙ্গ না পাওয়া; দুয়ে মিলে ইংল্যান্ডকে থামতে হয় ৩১৭ রানে। প্রথমবার খেলতে এসে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান।
আফগানিস্তান ৮ রানে জয়ী