ইসরায়েলের টিভির লাইভ প্রতিবেদনে ইংল্যান্ড সমর্থকেরা বললেন, ‘ফ্রি প্যালেস্টাইন’

আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম মুখোমুখি হলো ইংল্যান্ড ও সেনেগাল। রোববার রাতে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের খেলায় সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দেয় ইংল্যান্ড। আল বায়ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি। এর সমর্থকদের তাই উচ্ছ্বাসের কমতি ছিল না।

ম্যাচ শেষে ইসরায়েলের এক টিভি দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি সম্প্রচার (লাইভ) করছিল স্টেডিয়ামের বাইরে থেকে। টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত একদল ইংলিশ সমর্থককে ইসরায়েলের ওই টিভির প্রতিবেদক জিজ্ঞেস করেন, ‘এবার কি সত্যিই তাহলে কাপ “হোমে” (ইংল্যান্ডে) আসছে?’ এক সমর্থক উত্তর দেন, ‘অবশ্যই, এবার কাপ হোমে আসছে।’ অন্য আরেক সমর্থক তখন প্রতিবেদকের কাছে থাকা মাইক্রোফোন নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে চিৎকার করে বলে ওঠেন, ‘অবশ্যই। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে... “ফ্রি প্যালেস্টাইন!”’

ইসরায়েলি প্রতিবেদক প্রথমে বিব্রত হয়ে গেলেও পরক্ষণে সামলে নিয়ে বলেন, ‘শুধু ফুটবল নিয়ে কথা বলা যাক!’

সে কথা না শুনেই ইংল্যান্ড সমর্থকদের আনন্দ করতে করতে সামনের দিকে চলে যেতে দেখা যায় ভিডিওতে।

এই বিশ্বকাপে এর আগেও ইসরায়েলি মিডিয়ার সঙ্গে আরব ফুটবল সমর্থকদের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে আরব সমর্থকদের ‘লং লিভ প্যালেস্টাইন’ বা ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

কাতার বিশ্বকাপের বেশ কিছু ম্যাচেই দর্শকদের দেখা গেছে ফিলিস্তিনের পতাকা ওড়াতে।

সূত্র : মারকা, এনডিটিভি