বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
আবেদন করে ভুল করেননি সাকিব, হেলমেটের সমস্যা হওয়ার আগেই 'আউট' ছিলেন ম্যাথুস
চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ। আপাত দৃষ্টিতে নিরীহ দর্শন একটা ম্যাচ হওয়ার কথা থাকলেও ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত ঘটনা ঘটে গেছে এ ম্যাচেই।
ইনিংসের ২৫ তম ওভারে সাকিব আল হাসানের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে আউট হন সাদিরা সামারাবিক্রমা। আইসিসির নিয়মানুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হওয়ার দুই মিনিটের মধ্যে ক্রিজে বল মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে পরবর্তী ব্যাটসম্যানকে। নাহলে পরের ব্যাটসম্যানকে ‘টাইম আউট’-এর কারণে আউট ঘোষণা করা হবে।
লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের হয়তো নিয়মটা মনে ছিল না। সামারাবিক্রমা আউট হবার পর মাঠে নামতে সময় নিয়ে নেন একটু বেশিই। তার ওপর মাঠে এসে ছিঁড়ে যায় তাঁর হেলমেটের ফিতা। ততক্ষণে যে দুই মিনিট পার হয়ে গিয়েছে, তা বুঝে ফেলেন বাংলাদেশ দলের একজন সদস্য। অধিনায়ক সাকিব আল হাসানকে সেটা মনে করিয়ে দিতেই সাকিব আম্পায়ারের কাছে আবেদন করেন টাইমড আউটের। আম্পায়াররাও নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারেন, সাকিবের আবেদনই সঠিক। ফলে আউট ঘোষণা করা হয় ম্যাথুসকে। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইমড আউট’-এর মাধ্যমে আউট হন ম্যাথুস।
এরপর থেকে নানা মহলে ঘটনাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, আবেদন করে ঠিকই করেছেন সাকিব আল হাসান। আবার অনেকে বলছেন, ম্যাথুসের হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ায় একটু সময় বেশি লেগেছে, তিনি ঠিক সময়েই ক্রিজে এসে বল খেলার জন্য প্রস্তুত ছিলেন। সাকিব আবেদন করে ঠিক করেননি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলাটির চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক কিন্তু বলছেন ভিন্ন কথা। তাঁর ভাষ্যমতে, হেলমেটের ফিতা ছেঁড়ার আগেই নির্ধারিত দুই মিনিট পার করে ফেলেছিলেন ম্যাথুস। ফলে টাইমড আউটের সঙ্গে ম্যাথুসের হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার কোনো সম্পর্কই নেই। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ম্যাচের বিরতিতে প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপের মুখোমুখি হয়েছিলেন অ্যাড্রিয়ান।
ইয়ান বিশপ: অ্যাড্রিয়ান, আপনাকে এমন একটা অবস্থায় ফেলার জন্য শুরুতেই দুঃখ প্রকাশ করছি। কেউই আসলে এরকম বিতর্কিত বিষয়ে কথা বলতে চায় না। কিন্তু একটু বলুন, ঠিক কী কারণে ম্যাথুসকে আউট ঘোষণা করা হলো।
অ্যাড্রিয়ান: ধন্যবাদ ইয়ান। প্রথমেই বলে রাখি, আইসিসি বিশ্বকাপে এমসিসির (মেরিলিবন ক্রিকেট ক্লাব) বেঁধে দেয়া নিয়ম পুরোপুরি মেনে চলা হয় না। টাইমড আউটের ক্ষেত্রে (ম্যাথুস যেভাবে আউট হয়েছেন), যখন একজন ব্যাটসম্যান আউট হয় কিংবা রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে চলে যায়, পরের ব্যাটসম্যানকে অথবা তাঁর সঙ্গীকে ঠিক দুই মিনিটের মধ্যে ক্রিজে এসে বল মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কতটুকু সময় অতিবাহিত হচ্ছে, সেটার জন্য আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ব্যাটসম্যান আউট হওয়ার পর টিভি আম্পায়ার ওই দুই মিনিটের হিসাব রাখা শুরু করেন। এরপর তিনি মাঠের আম্পায়ারদের কাছে বার্তা পৌঁছে দেন।
আজ বিকেলের ঘটনার ক্ষেত্রে ব্যাটসম্যান (অ্যাঞ্জেলো ম্যাথুস) ওই দুই মিনিটের মধ্যে ব্যাটিং করার জন্য প্রস্তুত ছিলেন না। এমনকি তাঁর হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার আগেই ওই দুই মিনিট শেষ হয়ে গিয়েছিল।’
বিশপ: আচ্ছা, নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছি, ম্যাথুসের হেলমেটের ফিতা ছেঁড়ার আগেই ওই দুই মিনিট শেষ হয়ে গিয়েছিল?
অ্যাড্রিয়ান: হ্যা, হেলমেটের ফিতা ছেঁড়ার আগেই ওই দুই মিনিট শেষ হয়ে যায়।
বিশপ: টাইমড আউটের জন্য সবার আগে কে আপিল করেছিলেন?
অ্যাড্রিয়ান: আইনানুযায়ী, ফিল্ডিং দলের ক্যাপ্টেন (সাকিব আল হাসান) টাইমড আউটের জন্য অন-ফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাসের কাছে আপিল করেন। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আসলে আপিলটা করা হয়।’
বিশপ: তাহলে আপিলটা ফিতা ছেঁড়ার আগে করা হয়, নাকি পরে?
অ্যাড্রিয়ান: ফিতা ছিঁড়ে যাওয়ার ঠিক পরপরই (জাস্ট আফটার) আসলে আপিলটা করা হয়।
বিশপ: তাহলে হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার ফলে ম্যাথুসের দেরি হয়েছে, এমনটা বলার কোনো সুযোগ নেই?
অ্যাড্রিয়ান: দেখুন, আমি মনে করি, সব সরঞ্জাম ঠিকঠাক আছে কিনা, সেটা নিশ্চিত করার দায়িত্ব একজন ব্যাটসম্যানেরই। আসলে, ওই দুই মিনিটের মধ্যে ব্যাটসম্যানকে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এমন না যে, ওই দুই মিনিটের মধ্যে ব্যাটসম্যান ক্রিজে আসবেন, এরপর ব্যাটিং করার জন্য বাকি সব প্রস্তুতি নিবেন। টেকনিক্যালি পরবর্তী ব্যাটসম্যানকে ১৫ সেকেন্ডের মধ্যে ক্রিজে আসতে হবে। এরপর বাকি সময়টায়, তিনি খেলার জন্য তিনি প্রস্তুত আছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে হবে।
বিশপ: আপনাকে ধন্যবাদ।
অ্যাড্রিয়ান: আপনাকেও ধন্যবাদ।
চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ানের কথায় এটা পরিষ্কার, ম্যাথুসের হেলমেটের ফিতা ছেঁড়ার আগেই নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গিয়েছিল। পাশাপাশি অ্যাড্রিয়ান এটাও বলে দিলেন, হেলমেট বা খেলার অন্যান্য সব সরঞ্জামাদি ঠিকঠাক আছে কিনা, সেটা ব্যাটসম্যানকে নিশ্চিত করতে হবে ওই দুই মিনিটের মধ্যেই, কোনো অতিরিক্ত সময় তিনি পাবেন না। ফলে টাইমড আউটের কারণে আউট হবার একমাত্র দায় আসলে ম্যাথুসেরই। আর অধিনায়ক সাকিব আল হাসান দাবিদার প্রসংশার। ক্রিকেটের স্পিরিটের কথা বলে যদিও সাবেক ক্রিকেটার, ক্রিকেট-বিশ্লেষক বা দর্শকদের অনেকেই বলছেন সাকিব ঠিক করেননি, কিন্তু নিয়মানুযায়ী প্রতিপক্ষের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানকে কোনো বলই খেলার সুযোগ দেননি সাকিব, ফেরত পাঠিয়েছেন প্যাভিলয়নে। ফলে ঠিক সময়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলেও মনে করছেন অনেকে।
অধিনায়ক সাকিব অবশ্য এত কিছু ভাবছেন না। শ্রীলংকার সঙ্গে ৩ উইকেটে জয়ের পর স্রেফ জানিয়ে দিয়েছেন, দলের জয়ের জন্য নিয়ম মেনে যা করা দরকার, তা-ই করেছেন তিনি। আর নিয়মটা যদি ঠিক না হয়, তবে আইসিসিরই উচিত এই নিয়ম নিয়ে ভাবা, সেটাও বলতে ছাড়েননি বাংলাদেশ অধিনায়ক।