ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন কে

‘এমনটা কেউ দেখেনি আগে’ কথাটা আর কারও সঙ্গে যাক বা না যাক, ব্রাজিলের সঙ্গে অন্তত মানিয়ে যায়। ব্রাজিলের খেলার ধরনই ওই রকম, আগে কেউ কখনো দেখেনি। দরিভাল জুনিয়রের ব্রাজিল যেন এককাঠি সরেস। তাঁর ব্রাজিল দল ইতিহাস গড়েছে নিচের দিকে থেকে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে এত বাজে পারফরম্যান্স আগে দেখেনি কেউ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা রীতিমতো ছেলেখেলা করেছে পাঁচবারের বিশ্বজয়ীদের নিয়ে। ম্যাচের আগে বিশাল হম্বিতম্বি করে গলা ফাটানো রাফিনিও, ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন নিজের ছায়া হয়ে।

বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দরিভাল
এএফপি

৪-১ গোলের বিশাল হার রীতিমতো লজ্জায় ফেলেছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কখনো চার গোল হজম করতে হয়নি ব্রাজিলকে। সেই পরাজয়ের দায় মাথায় নিয়ে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সংগ্রহ ১৪ ম্যাচে ২১ পয়েন্ট, আছে পয়েন্ট তালিকার চারে। নতুন নিয়মের সুবাদে বিশ্বকাপে সুযোগ পাবে কিনা, এমন ভয় এখনো বাসা বাঁধেনি ব্রাজিলের মনে। পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের আগেও ছুটি আছে অনেকটা। সব মিলিয়ে ব্রাজিল এখন ব্যস্ত নতুন কোচের সন্ধানে। কাদের নাম আছে সেই তালিকায়?

কার্লো আনচেলত্তি

দেশ: ইতালি

বর্তমান দল: রিয়াল মাদ্রিদ

আনচেলত্তি কোচ হয়ে রিয়ালে ফেরার পর বদলে গেছেন ভিনিসিয়ুস
রয়টার্স

কোচের ব্যাপারে বরাবরই নাক সিঁটকানো স্বভাব আছে ব্রাজিলের। এখন পর্যন্ত কোনো বিদেশি কোচের অধীনে খেলতে দেখা যায়নি পাঁচবারের বিশ্বজয়ী দলকে। তবে কার্লো আনচেলত্তিকে দলে ভেড়াতে আপত্তি নেই কারও। অভিজ্ঞতা আর অর্জন দিয়ে ব্রাজিলের নয়নমণি তিনি। ইতালিয়ান কোচ হলে কী হবে, ব্রাজিলের বড় বড় তারকারা খ্যাতি ছড়িয়েছেন তাঁর অধীনে। তিতের বিদায়ের পর থেকেই ব্রাজিল ডাগআউটে আনাগোনা করছে কার্লো আনচেলত্তির নাম। রিয়ালের দায়িত্ব ছেড়ে ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন, এমন উড়ো খবরও ছড়িয়েছিল অনেক। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। দরিভাল জুনিয়রের শরণাপন্ন হয়েছিল ব্রাজিল। তবে আবারও জোরালো হয়েছে আনচেলত্তির নাম।

গুঞ্জন আছে, এই মৌসুম শেষে নতুন কোচের খোঁজ করবে রিয়াল। সে ক্ষেত্রে আনচেলত্তি চাইলে বনিবনা করে মাঝপথেই দায়িত্ব ছাড়তে পারেন রিয়ালের। তবে একটা যদি–কিন্তু রয়েই গেছে। মৌসুম শেষে ফিফা ক্লাব বিশ্বকাপে যোগ দেবে রিয়াল। সেখানে তাদের ডাগআউটে থাকবেন আনচেলত্তি। ফলে চাইলেও জুলাইয়ের আগে সেলেসাওদের ডাগআউটে দেখা যাচ্ছে না আনচেলত্তিকে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে সময়টা কাটাতে হবে তাদের। তবে নক-আউট টুর্নামেন্টের রাজা আনচেলত্তি যে এসেই হইচই ফেলে দেবেন, তা আন্দাজ করা যাচ্ছে এখনই।

পেপ গার্দিওলা

দেশ: স্পেন

বর্তমান দল: ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
এএফপি

বিদেশি কোচের তালিকা যদি করতেই হয়, তবে তাতে পেপ গার্দিওলার নামটা বিশেষভাবেই থাকবে। ২০২২ বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ হওয়ার একটা গুঞ্জন ছিল তাঁর নামের পাশেও। সে সময় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, সুযোগ পেলে হয়তো ভেবে দেখবেন প্রস্তাবটা। সে জল গড়িয়েছে অনেক দূর। মৌসুমটা বিশেষ একটা ভালো যাচ্ছে না তাঁর। অপরাজেয় সিটিকে বলে কয়ে হারিয়ে যাচ্ছে দলগুলো। বিশেষ করে তালিকার প্রথম নাম কার্লো আনচেলত্তির কাছে তো পাত্তাই পাননি এই মৌসুমে। অন্য কেউ হলে হয়তো এতদিনে ফ্রি এজেন্ট থাকতেন গার্দিওলা, সেখানে তাঁর ওপর ভরসা রেখেছে সিটি।

লিগে টানা হারের পরও এক মৌসুমের জন্য চুক্তি বাড়িয়েছে সিটি। সিটিজেনদের ডাগআউটে তাঁকে দেখা যাবে ২০২৭ সাল পর্যন্ত। ব্রাজিল অবশ্য এতদিন অপেক্ষা করবে না, তারা কোচ হিসেবে তাঁকে চাইবে এই মৌসুম শেষে। ব্রাজিলের দায়িত্ব নিতে চাইলে সমঝোতা করে মৌসুম শেষে সিটির আকর্ষণীয় চাকরিটা ছেড়ে দিতে হতে পারে তাঁকে। তবে লিগ সিস্টেমে প্রভাব বিস্তার করা গার্দিওলা ব্রাজিলের মতো দলে কতটা প্রভাব ফেলতে পারবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে।

হোর্হে জেসুস

দেশ: পর্তুগাল

বর্তমান দল: আল হিলাল

হোর্হে জেসুস
এএফপি

তালিকার তৃতীয় নামটাও বিদেশি। তবে পর্তুগালের সঙ্গে ব্রাজিলের ঐতিহাসিক একটা সম্পর্ক তো আছেই। যুগে যুগে ব্রাজিলিয়ান কোচরা ব্রাজিল ছেড়ে পাড়ি জমিয়েছেন পর্তুগালে। হোর্হে জেসুসের বেলায় ব্যাপারটা উল্টো। ৭০ বছর বয়সী এই কোচ কোচিং করিয়েছেন বেনিফিকা, স্পোর্তিংয়ের মতো দলকে। এমনকি আছে ব্রাজিলিয়ান লিগে কাজ করার অভিজ্ঞতাও। আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই মৌসুম শেষে। ফলে ক্লাব ছেড়ে জাতীয় দলে যোগ দিতেও খুব একটা বেগ পোহাতে হবে না তাঁর।

তবে তাঁকে নিয়ে সমস্যাটা অন্য জায়গায়। দুই মৌসুম ধরে আল হিলালের ডাগ আউটে আছেন জেসুস। আর এই দুই বছরে তাঁর দলে ঘাঁটি গড়েছিলেন নেইমার জুনিয়র। ঘাঁটি করেছেন বললেই বোধহয় ঠিক হবে। কারণ, খেলার সুযোগ হয়েছিল মোট ৭ ম্যাচে। গোল ছিল মাত্র ১টি। চোটের কারণে পুরো সময়টা ছিলেন মাঠের বাইরে। ফলে নেইমারের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না তাঁর। নেইমার মাঠে ফিরতে দেরি করছেন, এমন অভিযোগও করেছিলেন তিনি। ফলে দায়িত্ব নিলে দলের সবচেয়ে বড় সুপারস্টারের সঙ্গে সম্পর্কটা যে একটু শীতল থাকবে, তা বোঝাই যাচ্ছে। এত বড় রিস্ক নিয়ে হোর্হে জেসুসকে দলে ভেড়াবে কি না, এমন প্রশ্ন থাকবে অনেকের মনে।

ফিলিপে লুইস

দেশ: ব্রাজিল

বর্তমান দল: ফ্লামেঙ্গো

ফিলিপে লুইস চমক দেখাচ্ছেন ব্রাজিলিয়ান লিগে
ছবি: এক্স

এবার আসা যাক ব্রাজিলিয়ান কোচেদের নিয়ে। কম–বেশি সবাইকে নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে গেছে ব্রাজিলের। ব্রাজিলিয়ান লিগে দলগুলো কোচ হিসেবে ভরসা করতে পারে না কাউকেই। ছোট ছোট চুক্তি করে দলগুলো কাজ সামলে নেয়। যে কারণে গত ছয় বছরে ফ্ল্যামেঙ্গোর ডাগআউটে দেখা গেছে ১৬ জন কোচকে। ভেবে দেখ তো, কতটা দুর্দান্ত ফর্মে থাকলে ৬ বছরে ১৫ কোচ পাল্টানো দল গত আট মাস ধরে মজে আছে ফিলিপে লুইসের জাদুতে। ৩৯ বছর বয়সী লুইস ফ্লামেঙ্গোতে যোগ দিয়েছিলেন তিতের পরিবর্তে। সেখান থেকে গত আট মাসে জিতেছেন তিন ট্রফি। টানা ২৪ ম্যাচ অপরাজিত। অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-২০ দলের অভিজ্ঞতা নিয়েই ছড়ি ঘোরাচ্ছেন বাকি কোচদের ওপর। ব্রাজিলের নজর তো তাঁর দিকে পড়বেই।

ফিলিপে লুইসকে নিয়ে সংশয় একটি জায়গাতেই, অভিজ্ঞতা। কোচিং ক্যারিয়ারের প্রথম দল ফ্লামেঙ্গো, নেই বড় কোন তারকা। বড় বড় স্টারদের ৩৯ বছর বয়সে সামলাতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন। তবে সারা দুনিয়ার বড় বড় অভিজ্ঞতাসম্পন্ন কোচেরা যেখানে ডাব্বা মেরেছেন, সেখানে তরুণ প্রাণশক্তিতে ভরপুর ফিলিপে লুইসের ওপর ভরসা করে দেখলে খুব একটা খারাপ হবে না।