কেমন হলো নিচের সারির দলগুলোর শীতকালীন দলবদল?

শেষ হয়েছে শীতকালীন দলবদলের মৌসুম। অর্ধেক মৌসুম শেষে প্রিমিয়ার লিগের দলগুলো নেমেছিল দলের খুঁটিনাটি সমস্যা আর দূর্বলতা ঢাকতে। টাকার বস্তা হাতে রীতিমতো ঝড় তুলেছে দলবদলের বাজারে। ৩৭৫ মিলিয়ন ইউরো খরচ করে নিজেদের কেমন সংস্কার করল দলগুলো? দ্বিতীয় পর্বে দেখে নেওয়া যাক টেবিলের নিচের সারিতে থাকা দশ দলের দলবদল।

ব্রেন্টফোর্ড

মোটামুটি শান্ত-শিষ্ট একটা ট্রান্সফার মৌসুম শেষ করেছে ব্রেন্টফোর্ড। যদিও তাদের দুই তারকার জন্য বেশ কয়েকটি অফার ছিল টেবিলে। তবে তা ফিরিয়ে দিয়ে অন্তত এই মৌসুমের জন্য শান্তিতে আছে দলটি।

ক্রিস্টাল প্যালেস

শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছে ক্রিস্টাল প্যালেস। তবে দলবদলের মৌসুমে তাদের একটু ক্ষতিই হয়েছে বটে। ফর্মে থাকা ডিফেন্ডার ট্রেভহ চেলোবাহকে ফেরত নিয়ে গিয়েছে চেলসি। তার বদলে তাদের দলে যোগ দিয়েছেন বেন চিলওয়েল। এছাড়াও চ্যাম্পিয়নশিপে চমক দেখানো মিডফিল্ডার রোমেইন ইসেকে দলে ভিড়িয়েছে তারা।

ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগ ইতিহাসে এত বাজে অবস্থায় আগে দেখা যায়নি ইউনাইটেডকে। রুবেন আমোরিমের অধীনে প্রথম দলবদলের মৌসুমটা স্বরণীয় করে রাখতে পারেনি ইউনাইটেড। বরং দলের বোঝা হয়ে ওঠা খেলোয়াড়দের ছেটে ফেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছেন পর্তুগিজ কোচ। 

আরও পড়ুন

টটেনহাম হটস্পার্স

চোটের কারণে দিশেহারা অবস্থা টটেনহামের। কোচ আগ্নে পোস্তকোগলুর ট্যাকটিক্স একের পর এক খাবি খাচ্ছে মাঠে। অবনমনের সারিতে নামতে নামতে ভেসে আছে তারা। ড্যানিয়েল লেভির অধীনে অজি কোচ এতদিন কীভাবে চাকরি টিকিয়ে রেখেছেন, সেটাও অনেকের প্রশ্ন। তবে চোট থেকে মুক্তি পেতে তিনজন খেলোয়াড় পেয়েছেন তিনি।

ওয়েস্ট হাম

গ্রাহাম পটারের অধীনে দলবদলের বাজারে খরচের খাতা খোলেনি ওয়েস্ট হাম। চোটের কারণে বড় দুই স্ট্রাইকারকে হারালেও ধারে আনা খেলোয়াড় দিয়ে সেই জায়গা পূরণ করছেন তিনি। বিশেষ করে ইভান ফার্গুসনের অভিষেক হয়েছিল তার হাত ধরে। দেখা যাক পুরোনো শিষ্যের হাত ধরে প্রিমিয়ার লিগের নিচের সারি থেকে উঠে আসতে পারে কী না ওয়েস্ট হাম।

এভারটন

এক যুগ পর দলের দায়িত্ব নতুন করে পেয়েই ডেভিড ময়েস ঘোষণা দিয়েছিলেন, নতুন এভারটন পাবে নতুন তারকার দেখা। তবে নতুন তারকার জন্য তাড়াহুড়ো করতে রাজি নন কোচ ময়েস। যে কারণে শান্তশিষ্ট একটা ট্রান্সফার মৌসুমের দেখা মিলল তাদের কাছ থেকে। 

আরও পড়ুন

উলভস

অবনমন থেকে বাঁচতে যেন আদাজল খেয়ে মাঠে নেমেছিল উলভস। নতুন কোচ ভিতোর পেরেইরার অধীনে নতুন করে দল সাজাতে ব্যস্ত নেকড়েরা। শুরুতে ম্যাথিয়াস কুনহার বিদায়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত থেকে গিয়েছেন তিনি। তিনজন খেলোয়াড় দলে ভিড়লেও দল ছাড়েনি বড় কেউ।

লেস্টার সিটি

কোচ বদলেও যেন নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না লেস্টার। অনেকে ভেবেছিলেন রুড ফন নিস্টলরয়ের অধীনে শীতকালীন দলবদলের বাজারে তাক লাগিয়ে দিবেন। কিন্তু সে আশা গুড়েবালি ঢেলে একটি দলবদল নিয়ে সন্তুষ্ট আছেন তিনি। উল্টো বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরিকে ধারে দিয়েছে তারা।

ইপসউইচ টাউন

প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া ইপসউইচ টাউন এখনও লড়ছে অবনমনের সারিতে। অবনমনের সারি থেকে উঠতে তারাও বেশ সরব ছিল দলবদলের বাজারে। যদিও ভালো একজন স্ট্রাইকারের অভাব তাদের দলে এখনও স্পষ্ট।

সাউদাম্পটন

প্রিমিয়ার লিগ টেবিলের সবার নিচে তাদের অবস্থান। নতুন কোচ এনেও খুব একটা সুবিধা করতে পারছে না তারা। ডার্বি কান্ট্রির এক মৌসুমে সবচেয়ে কম পয়েন্টের ইতিহাস ভাঙার ‘সুবর্ণ সুযোগ’ তাদের সামনে। এমন অবস্থায় তিনজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। দেখা যাক তাতে দলের উন্নতি আসে কিনা।

আরও পড়ুন