টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট কারা

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ।ছবি: এক্স

ওয়াশিংটন সুন্দরের শেষ বলে অজি ব্যাটসম্যান বাউ ওয়েবস্টার ৪ মারার সঙ্গে সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম দল হিসেবে এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে রেখে তারা পৌঁছে যায় নির্দিষ্ট লক্ষ্যে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া সম্ভাব্য ৬৩.৭৩ শতাংশ পয়েন্টে পৌঁছে গেছে। ভারতের সম্ভাব্য পয়েন্ট দাড়িয়েছে ৫০ শতাংশ। তাই ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত।

আগামী ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে প্যাট কামিন্সের দল। দুই ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেলেও এখনো কিছু খেলা বাকি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। তবে সেগুলোর হার-জিতে দুই ফাইনালিস্ট কোনো পরিবর্তন হবে না।

এই ট্রফির জন্যই লড়বে অস্ট্রেলিয়া–ভারত
এএফপি

এর মধ্যে ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা বর্তমানে খেলছে পাকিস্তানের বিপক্ষে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। আর শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারির শেষ দিকে দুটি ম্যাচ খেলবে ফাইনালিস্ট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে হেরেছে ৩টিতে। ড্র করেছে ১টি ম্যাচ। কিন্তু সবশেষ ৬ টেস্টের ৬টিই জিতেছে প্রোটিয়ারা। তাদের বর্তমান পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ।

বাংলাদেশ নিজেদের ১২টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। ৭ হারের বিপক্ষে জয় পেয়েছে ৪টিতে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল প্রথম টেস্ট ম্যাচ। আর ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছিল ২-০ তে। সর্বশেষে নভেম্বরে জিতল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। সম্ভাব্য ৩২.২৫ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। বাংলাদেশের নিচে আছে শুধু পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন