গ্রুপ পর্বে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়
চ্যাম্পিয়নস লিগের ৭ম রাউন্ড চলছে। ইতিমধ্যে অনেক খেলোয়াড় তাঁদের সামর্থের প্রমাণ দেখিয়েছেন। আবার হতাশ করেছেন অনেকেই। দলগতভাবে অনেক ক্লাব খারাপ করলেও কিছু খেলোয়াড় ব্যক্তিগতভাবে খুব ভালো করেছেন। আজ চ্যাম্পিয়নস ট্রফির ৭ম রাউন্ড শেষে সেরা ৭ খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব। এই তালিকা অবশ্য আমার নিজের তৈরি নয়। বিবিসির ম্যাচ অব দ্য ডে ম্যাগাজিন অবলম্বনে এই তালিকা তৈরি করা হয়েছে।
১. রাফিনা
ক্লাব: বার্সেলোনা
দেশ: ব্রাজিল
বয়স: ২৮ বছর
রাফিনা বর্তমানে রয়েছেন দূর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে করেছেন ৮ গোল। সঙ্গে ২টি অ্যাসিস্ট। ২২ জানুয়ারির ম্যাচে বার্সেলোনাকে ভালোই নাকানিচুবানি খাইয়েছে বেনফিকা। প্রথম হাফে ৩-১ গোলে এগিয়ে ছিল বেনফিকা। সেখান থেকে ৪-৪ গোলে সমতা আসে ৮৬ মিনিটে। ৯৬ মিনিটে রাফিনার গোলে ৫-৪ এগিয়ে থেকে ম্যাচ জেতে বার্সা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সবার ওপরে আছেন তাঁরই সতীর্থ রবার্ট লেফানডফস্কি। তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সবার ওপরে রাফিনাই। ম্যাচ প্রতি গড় গোলের হিসেবেও (৩.৭) এগিয়ে রয়েছে বার্সেলোনা।
২. বুকায়ো সাকা
ক্লাব: আর্সেনাল
দেশ: ইংল্যান্ড
বয়স: ২৩
আর্সেনাল বর্তমানে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় রয়েছে ৩ নম্বরে। এই দলের হয়ে দূর্দান্ত ফর্মে ছিলেন সাকা। ছিলেন বলছি কারণ বর্তমানে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন। চোটে পড়ার আগে করে গেছেন দলের হয়ে সর্বোচ্চ ৪ গোল। অ্যাসিস্টও রয়েছে ২টি। এই মূহূর্তে আর্সেনালের সেরা খেলোয়াড় সাকা। কিন্তু দূর্ভাগ্যবশত রয়েছেন মাঠের বাইরে।
৩. আঁতোয়ান গ্রিজম্যান
ক্লাব: অ্যাতলেটিকো মাদ্রিদ
দেশ: ফ্রান্স
বয়স: ৩৩
এই বয়সেও দারুণ খেলছেন গ্রিজম্যান। পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা অ্যতলেটিকো মাদ্রিদের সবচেয়ে ভরসার খেলোয়াড় তিনি। গোল করায় সবচেয়ে বেশি অবদান তাঁরই। ৪ গোলের সঙ্গে ২ গোল করতে সাহায্য করেছেন। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ফুটমবের রেটিং তালিকায় এই দলে সবার ওপরে এই ফরাসি তারকাই।
৪. অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
ক্লাব: লিভারপুরল
দেশ: আর্জেন্টিনা
বয়স: ২৬
অ্যালিস্টারের দল এই মূহূর্তে রয়েছে সবার ওপরে। তারকায় ঠাসা যেন এই দলটি। মোহাম্মদ সালাহ, লুইস ডিয়াজ, কোডি গাকপো, ডিয়াগো জোতা, অ্যালেক্সান্ডার-আর্নোল্ডসহ অনেক খেলোয়াড়। তাঁদের ভিড়ে এই তালিকায় অ্যালিস্টারের জায়গা পাওয়াটাই কঠিন। কিন্তু অ্যালিস্টার ঠিকই নিজের জাত চিনিয়েছেন। ৭ ম্যাচে মাত্র ২ গোল করেছে ঠিকই, কিন্তু এই পরিসংখ্যান দিয়ে তাঁকে বিচার করা যাবে না। লিভারপুল এখন পর্যন্ত সব ম্যাচে জয় পেয়েছে। এতে বড় অবদান রয়েছে অ্যালিস্টারের।
৫. ভিনিসিয়াস জুনিয়র
ক্লাব: রিয়াল মাদ্রিদ
দেশ: ব্রাজিল
বয়স: ২৪
দলগতভাবে ভিনির দল বর্তমানে তেমন ভালো অবস্থানে নেই। ৭ ম্যাচ শেষে দলটি রয়েছে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে। তবে তাঁর ব্যক্তিগত পারফর্মেন্স কিন্তু খারাপ বলা যাবে না। ৭ ম্যাচে ভিনির গোল ৭টি, অ্যাসিস্ট ৮টি। দলের দ্বিতীয় সর্বোচ্চ গোল এমবাপ্পের ৩টি। ফলে বোঝাই যাচ্ছে এই দলের বর্তমান সেরা খেলোয়াড় ভিনি। কিন্তু দলগতভাবে ভালো করতে না পারলে ম্যাচ জেতা কঠিন। হয়তো ১৫ বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেই চেষ্টাই করছে।
৬. ফ্লোরিয়ান ভির্টৎস
ক্লাব: বায়ার লেভারকুসেন
দেশ: জার্মানি
বয়স: ২১
৫ গোল ও ১ অ্যাসিস্টে এখন পর্যন্ত বায়ার লেভারকুসেনের সেরা খেলোয়াড় ফ্লোরিয়ান ভির্টৎস। তাঁর দল রয়েছে এই মূহূর্তে ৮ নম্বরে। প্রথম জার্মানি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচে করেছেন জোড়া গোল এবং প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছেন। উইর্টজ যত ভালো খেলবে, লেভারকুসেন তত এগিয়ে যাবে।
৭. হ্যারি কেইন
ক্লাব: বায়ার্ন মিউনিখ
দেশ: ইংল্যান্ড
বয়স: ৩১
বয়স যেন কেইনকে টলাতে পারেনি। এখনো দূর্দান্ত ফর্মে রয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। অবশ্য তাঁর ধারাবাহিক পারফর্মেন্সেও বায়ার্ন খুব ভালো অবস্থানে নেই। ৭ ম্যাচ শেষে দলটি রয়েছে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে। ৫ গোল ও ১ অ্যাসিস্ট করে এখনো বায়ার্নের সেরা খেলোয়াড় কেইন।