কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে

অলিম্পিকে বর্তমানে সবচেয়ে বেশি পদক রয়েছে যুক্তরাষ্ট্রেরছবি: ওয়ার্ল্ড অ্যাটলাস

গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর বসেছে ফ্রান্সের প্যারিস শহরে। বিভিন্ন দেশের হাজার হাজার অ্যাথলেট সেখানে উপস্থিত হয়েছেন নিজেকে সেরা প্রমাণ করতে। মোট ৩২৯টি ইভেন্টে প্রায় ১০ হাজার ৫০০ অ্যাথলেট প্রতিযোগিতা করবেন। সবার লক্ষ্য স্বর্ণপদক। পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জপদকও রয়েছে। কিন্তু বেশির ভাগ অ্যাথলেটই কোনো পদক পাবেন না। আবার অনেকে পাবেন একাধিক পদক। ১১ আগস্ট অলিম্পিক শেষে বোঝা যাবে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতল। তার আগে এখন আমরা জেনে নিই, এখন পর্যন্ত কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতল।

অলিম্পিকে বর্তমানে সবচেয়ে বেশি পদক রয়েছে যুক্তরাষ্ট্রের। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোনো র‍্যাঙ্কিং তৈরি করে না। ফলে এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। তবে সবার শীর্ষে যে যুক্তরাষ্ট্র থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশটির মোট পদক সংখ্যা ৩ হাজার ১০৫টি। এর মধ্যে স্বর্ণপদক ১ হাজার ২২৯টি, রৌপ্যপদক ১ হাজারটি ও ব্রোঞ্জপদক ৮৭৬টি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত (১ আগস্ট, সন্ধ্যা ৭টা) ৬টি স্বর্ণপদক, ১৩টি রৌপ্যপদক ও ১২টি ব্রোঞ্জপদক জিতেছে। বেশির ভাগ পদক এসেছে সাঁতার থেকে।

পদকের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তাদের মোট পদক সংখ্যা ১ হাজার ২০৪টি এবং তৃতীয় স্থানে থাকা জার্মানির পদক ১ হাজার ৫৮টি। এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের স্বর্ণপদক ৪৭৩টি ও জার্মানির ৩৪২টি। অলিম্পিক ফাউন্ডেশনের তথ্য অনুসারে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ইতালি, চীন, সুইডেন ও নরওয়ের প্রত্যেকের ২০০টির বেশি স্বর্ণপদক রয়েছে।

এ বছর কোন দেশ সবচেয়ে বেশি পদক পেতে পারে, তা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পত্রিকা সিবিএস স্পোর্টস। তাদের মতে, প্যারিস অলিম্পিকেও সবচেয়ে বেশি পদক পাবে যুক্তরাষ্ট্র। মোট ১২৩টি পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির। দ্বিতীয় ও তৃতীয় হওয়ার দৌড়ে আছে চীন ও গ্রেট ব্রিটেন। দেশ দুটি যথাক্রমে ৮৭ ও ৬২টি পদক পেতে পারে এ বছর। এই ভবিষ্যদ্বাণী কতটা সঠিক হবে, তা ১১ আগস্ট জানা যাবে। তবে এখন পর্যন্ত ৩১টি পদক নিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীন (২১টি) ও স্বাগতিক ফ্রান্স (২৬)। পিছিয়ে নেই গ্রেট ব্রিটেনও। দেশটির পদক সংখ্যা ২০টি।

সূত্র: সিবিসি নিউজ ও এনবিসি মায়ামি ডটকম

আরও পড়ুন