দুই ফাইনালের গল্প

ভারত বনাম শ্রীলঙ্কা, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০০২, ফাইনাল:

একটি ওয়ানডে ম্যাচে ঠিক কত ওভার খেলা হয়? ভাবতে পারো কী সব প্রশ্ন করছে? এর উত্তর তো সবারই জানা, ১০০ ওভার। বৃষ্টি হলে ওভার কিছুটা কমে। কিন্তু দুই দল যদি ২০ ওভার করে না খেলে, তবে ফলাফল আসে না। চ্যাম্পিয়নস ট্রফিতে এমন ম্যাচও দেখা গেছে, যেখানে, মোট ১১০ ওভার খেলা হয়েছে, তবু কোনো ফলাফল আসেনি! বলছি ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের কথা। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালের তারিখ ঠিক হয়েছিল ২৯ সেপ্টেম্বর। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৪ রান করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ভারত ২ ওভারে ১৪ রান করতেই নামে বৃষ্টি; সেদিনের ম্যাচ পরিত্যক্ত করে ফাইনাল গড়ায়, রিজার্ভ ডেতে। তখন নিয়ম ছিল রিজার্ভ ডেতে যদি খেলা গড়ায় পুরো ম্যাচ শুরু থেকে খেলতে হবে। ফলে আবারও ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা, এবার ৫০ ওভার শেষে করে ২২২ রান। ভারত ৮ ওভারে ৩৮ রান করতেই আবারও নামে বৃষ্টি। অগত্যা রিজার্ভ ডের খেলাও হয় পরিত্যক্ত। অবশেষে ফাইনালের ট্রফি ভাগাভাগি করে নেয় দুই দল। ভারত ও শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয় যৌথভাবে।

দুই দল যৌথভাবে জয়ী
আরও পড়ুন