বিশ্বকাপে কোয়ালিফাই করতে বাংলাদেশকে যা করতে হবে

চলতি বছর শেষের দিকে ভারতে বসবে নারী বিশ্বকাপের আসর। সেখানে আর মাত্র দুটি দল প্রয়োজন। এই মূহূর্তে তার জন্য লড়াই করছে ৬টি দল। কোন দলের কী অবস্থা, বাংলাদেশের সম্ভবনা কতটা…

নারীদের ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার জমে উঠেছে। মাঠে চলছে উত্তেজনা, নাটকীয়তা আর শেষ মুহূর্তে হার-জিতের রোমাঞ্চ। এই মূহূর্তে বিশ্বকাপের মূল মঞ্চের জন্য লড়াই করছে বাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। শেষ পর্যন্ত কোন দুটি দল বিশ্বকাপের টিকিট পাবে, সে আলোচনাই থাকছে এই লেখায়।

বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল
আইসিসি

ম্যাচ: ৩টি

জয়: ৩টি

পয়েন্ট: ৬

নেট রান রেট: +১.৪৯৪

বাঘিনীরা যেন উড়ছে! বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সব কটিতে জয় পেয়েছে। সর্বশেষ স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। এই জয়ের পর বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে বাংলাদেশই এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। তবে তাঁদের বাকি দুই ম্যাচ তুলনামূলক কঠিন। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে এখনো খেলা বাকি। এই দুই ম্যাচের যেকোনো একটি ম্যাচ জিতলেই নিগার সুলতানার দল নিশ্চিতভাবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ নারী দল।

পাকিস্তান

পাকিস্তান নারী ক্রিকেট দল
আইসিসি

ম্যাচ: ৩টি

জয়: ৩টি

পয়েন্ট: ৬

নেট রান রেট: +০.৮৫৬

আয়োজক দেশ পাকিস্তানও আছে দারুণ ছন্দে। স্কটল্যান্ডকে হারিয়েছে ৩৮ রানে, আয়ারল্যান্ডকে ৬ উইকেটে এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজকে ৬৫ রানে। টানা তিন জয় পেলেও তাঁরা নেট রান রেটে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। তাদের সামনেও দুটি ম্যাচ বাকি—থাইল্যান্ড আর বাংলাদেশ। এই দুই ম্যাচের একটিতে জয় পেলেই বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবে পাকিস্তান।

স্কটল্যান্ড

স্কটল্যান্ড নারী ক্রিকেট দল
আইসিসি

ম্যাচ: ৪টি

জয়: ২টি

পয়েন্ট: ৪

নেট রান রেট: +০.১৩৬

স্কটল্যান্ডের জন্য পরিস্থিতি কঠিন। তাঁরা চার ম্যাচের মধ্যে দুটি জিতেছে, দুটি হেরেছে। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ভাগ্য আর শুধু তাদের হাতে নেই। আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ বাকি। সেই ম্যাচে তো জিততেই হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। আয়ারল্যান্ডের বিপক্ষেও জিততে হবে বড় ব্যবধানে, যাতে নেট রান রেট বাড়ে। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হবে, বাংলাদেশ আর পাকিস্তান যেন বাকি দুই ম্যাচেই হেরে যায়। সব মিলিয়ে স্কটল্যান্ডের সমীকরণ বেশ কঠিন!

ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল
আইসিসি

ম্যাচ: ৩টি

জয়: ১

পয়েন্ট: ২

নেট রান রেট: -০.৫২৬

বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার বেশ দুর্বলভাবে এই টুর্নামেন্ট শুরু করেছে। প্রথম ম্যাচেই হেরে গেছে স্কটল্যান্ডের কাছে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটুর জন্য জয় পেলেও পাকিস্তানের কাছে হেরে আবার ব্যাকফুটে চলে গেছে। তাঁদের সামনে এখনো দুটি ম্যাচ বাকি—বাংলাদেশ আর থাইল্যান্ড। এই দুটি ম্যাচ জিতলেও তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে না। কারণ, তখনো নেট রান রেটের হিসেব সামনে আসবে। তাই বাকি দুটি ম্যাচ খুব বড় ব্যবধানে জিততে হবে।

আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
আইসিসি

ম্যাচ: ৪টি

জয়: ১টি

পয়েন্ট: ২

নেট রান রেট: -০.০৫২

প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৪৬ রানে হারালেও এরপর আর সুবিধা করতে পারেনি। ইতিমধ্যে বাংলাদেশ আর পাকিস্তান তিনটি করে ম্যাচ জিতে নিয়েছে। তাই এই দুই দলকে আর ধরা সম্ভব নয়। তবে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলে অন্তত কিছুটা সান্ত্বনা পাবে তারা।

থাইল্যান্ড

থাইল্যান্ড নারী ক্রিকেট দল
আইসিসি

ম্যাচ: ৩টি

জয়: ০টি

পয়েন্ট: ০

নেট রান রেট: -১.৮৮০

আয়ারল্যান্ডের কাছে হেরে থাইল্যান্ডও ছিটকে পড়েছে বিশ্বকাপের দৌড় থেকে। বাকি দুই ম্যাচ জিতলে তাঁরা সর্বোচ্চ পাবে ৪ পয়েন্ট। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য এটা যথেষ্ট নয়। তবে দলটি এখনো এই টুর্নামেন্টে বড় ভূমিকা রাখতে পারে। থাইল্যান্ড এখন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। এই দুই দলই বিশ্বকাপের টিকিটের জন্য লড়ছে। তাই থাইল্যান্ড যদি কোনো অঘটন ঘটায়, তবে বদলে যেতে পারে পুরো চিত্র।

এখন অপেক্ষা শুধু শেষ কয়েকটি ম্যাচের। কোন দুটি দল পাবে সেই কাঙ্ক্ষিত টিকিট! উত্তরের জন্য চোখ রাখতে হবে পরের ম্যাচগুলোয়।

সূত্র: আইসিসি