যত খেলা নতুন বছরে

চলে এসেছে নতুন বছর। ২০২৪ রঙিন ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ, ইউরো-কোপা দিয়ে। নতুন বছরে বিশ্বকাপ না থাকলেও ফাঁকা নেই শিডিউল। নতুন বছরে শিডিউল কতটা প্যাকড? কোন খেলার দিকে থাকবে সবার নজর? একনজরে দেখে নেওয়া যাক বছরের শুরুতেই।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

ভেন্যু: পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
ছবি: এক্স

বছরটা শুরু হতে চলেছে পুরোনো এক টুর্নামেন্ট দিয়ে। আইসসির ব্যস্ত শিডিউলে জায়গা করতে না পেরে ছুড়ে ফেলা হয়েছিল এই টুর্নামেন্টকে। চ্যাম্পিয়নস ট্রফির সূচনা হয়েছিল ‘মিনি বিশ্বকাপ’ হিসেবে। ১৯৯৮ সালে বাংলাদেশে বসেছিল চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসর। প্রথমে দুই বছর পরপর আয়োজন করা হলেও ২০০৯ সাল থেকে ব্যবধানটা বেড়ে দাঁড়ায় চার বছরে। তবে ২০১৭ সালে এসে যবনিকাপাত ঘটে চ্যাম্পিয়নস ট্রফির। আইসিসির ব্যস্ত শিডিউলে টেস্ট চ্যাম্পিয়নশিপকে জায়গা দিতে গিয়ে জায়গা হারাতে হয় চ্যাম্পিয়নস ট্রফিকে। একই ফরমেটে দুটি আলাদা আলাদা টুর্নামেন্ট চালাতে অপারগ ছিল আইসিসি। যে কারণে শিডিউল থেকে বিদায় নিতে হয় চ্যাম্পিয়নস ট্রফিকে। কিন্তু যে বিরতি টিকল মাত্র এক আসর। এ বছর আবারও মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এবারের আসর বসার কথা ছিল পাকিস্তানে। কিন্তু টুর্নামেন্ট যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভারতের আপত্তি। ফলে শেষ পর্যন্ত হয়তো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ‘হাইব্রিড’ ফরমেটে যেতে হতে পারে পাকিস্তানকে।

আরও পড়ুন

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভেন্যু: লর্ডস, ইংল্যান্ড

১১ - ১৫ জুন

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ।
ছবি: এক্স

টেস্টকে বলা হয় ক্রিকেটের আঁতুড়ঘর। দিনশেষে যত বড় মহারথী হোন না কেন, ক্রিকেটের আসল পরীক্ষাটা ঘটে টেস্ট ক্রিকেটেই। টেস্টের উত্তেজনার সামনে বাকি সবকিছু যেন নস্যি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেন তেমনই এক লড়াই। এ যেন এক আভিজাত্যের লড়াই। দুই বছর পরপর বসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গত দুই বছরে সবচেয়ে বেশি গড় পয়েন্টধারী দুই দল মুখোমুখি হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এবারে ফাইনালের দৌড়ে এগিয়ে কাছে দক্ষিণ আফ্রিকা ও অস্ত্রেলিয়া। ভারত-নিউজিল্যান্ডের সামনেও সুযোগ খোলা আছে বৈকি।

আরও পড়ুন

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫

ভেন্যু: মার্কিন যুক্তরাষ্ট্র

১৪ জুন - ১৩ জুলাই

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ।
ছবি: এক্স

বিশ্বকাপ নামটার সঙ্গে অন্য রকম একটা আবেগ জড়িয়ে আছে। আর সেটা যদি হয় ফুটবল বিশ্বকাপ, তবে তো কথাই নেই। বিশ্বের প্রতিটি প্রান্তের ধর্ম–বর্ণ নির্বিশেষে মানুষজন জড়ো হয় ফুটবলের ছায়াতলে। কেমন হতো যদি বিশ্বকাপের আয়োজন করা হতো ক্লাব ফুটবলের দলগুলো নিয়ে। ফিফার মাথায় ক্লাব বিশ্বকাপের আইডিয়া শুরু হয়েছিল এমনই এক ভাবনা থেকে। মৌসুমের যে সময়টা খেলোয়াড়েরা অবসরে কাটায়, ঠিক সেই সময়টা কাজে লাগাতে চেয়েছে ফিফা। প্রতিটি মহাদেশ থেকে সেরা ৩২ দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। মহা আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা সব সম্পূর্ণ। বাকি শুধু মাঠে বল গড়ানো। তবে বরাবরের মতো ফিফার টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে নিজেদের কিছু সিদ্ধান্ত। বছরের যে সময়টাতে খেলোয়াড়েরা বিশ্রাম করে, পুরো মৌসুমের ক্লান্তি ঝরিয়ে নিজেদের মতো করে সময় কাটায়, সেই সময়ে এমন টুর্নামেন্ট কতটুকু যৌক্তিক? খেলোয়াড়েরা তো আর রোবট নন, যে সারা বছর কোনো ক্লান্তি ছাড়া খেলে যাবেন। ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগের বাড়তি খেলায় প্রভাব পড়তে শুরু করেছে দলগুলোর ওপর। এর মধ্যে আরেকটি টুর্নামেন্ট কতটা প্রভাব ফেলবে খেলোয়াড়দের জীবনে, সেটা দেখার বিষয়।

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ

ভেন্যু: ভারত

আগস্ট - সেপ্টেম্বর

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ।
ছবি: এক্স

নারী বিশ্বকাপের ১৩তম আসর বসতে চলেছে এ বছর। ৫০-ওভার ফরম্যাটের এই বিশ্বকাপে সুযোগ পাবে মোট আট দল। স্বাগতিক ভারত বাদে বাকি সাত দল নির্ধারিত হবে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ দিয়ে। তিন বছর ধরে চলা টুর্নামেন্টের শীর্ষ ৫ দল (স্বাগতিক ভারত বাদে) সরাসরি সুযোগ পাবে টুর্নামেন্টে। আর বাকি দুটি স্পটের জন্য লড়বে বাকি চার দল। কোয়ালিফায়ার থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে। এখন পর্যন্ত বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সরাসরি খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ জিততে পারলে নিউজিল্যান্ডকে হটিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাঘিনীরা। এই বিশ্বকাপের আয়োজন নিয়েও আছে শঙ্কা। যদি পাকিস্তান বিশ্বকাপে সুযোগ পায় তবে বিশ্বকাপের ভেন্যু বদলে ‘হাইব্রিড’ নিয়মেও খেলা হতে পারে। যে কারণে বিশ্বকাপের আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

এশিয়া কাপ টি-২০

ভেন্যু: ভারত

সেপ্টেম্বর-অক্টোবর

এশিয়া কাপ।

২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-২০ ফরমেটে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৬ দল। দুই পর্বে ভাগ হয়ে মোট ম্যাচ হবে ১৩ টি। প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হবে তিনটি দল। সেখান থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে সুপার ফোরে। রাউন্ড রবিন ভিত্তিতে একে অপরের বিপক্ষে খেলবে চার দল। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দলের সঙ্গে ষষ্ঠ দল হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাত।

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

ভেন্যু: চিলি

২৭ সেপ্টেম্বর - ১৯ অক্টোবর

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ।
ছবি: এক্স

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে বলা হয় ভবিষ্যতের ড্রেস রিহার্সাল। বিশ্বের নামীদামি সব তারকার সূচনা ছিল এই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো থেকে শুরু করে পল পগবার মতো তারকা জিতেছেন গোল্ডেন বল। হয়েছেন ভবিষ্যৎ ফুটবলের ধারক–বাহক। প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। এখন পর্যন্ত ৬ বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল ৫টি শিরোপা নিয়ে। টুর্নামেন্টের ২৪তম আসর বসতে চলেছে চিলিতে। দেখা যাক এবারের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের কোন তারকার দেখা পাওয়া যায়।

দ্য অ্যাশেজ

ভেন্যু: অস্ট্রেলিয়া

২১ নভেম্বর-৮ জানুয়ারি

অ্যাশেজ
ছবি: এক্স

বলা হয় ক্রিকেটের ফরম্যাট মোট চারটি। টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি আর অ্যাশেজ! অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের দ্বৈরথ এতটাই উঁচুতে পৌঁছে গিয়েছে যে অ্যাশেজকে বাকি টেস্ট ক্রিকেটের সঙ্গে মেলাতে গেলে ভুলই হবে। এ বছর অ্যাশেজের আসর বসছে অস্ট্রেলিয়ায়। গতবার ইংল্যান্ডের মাটি থেকে অ্যাশেজ রিটেইন করেছিল অজিরা। ২০২১ সালে নিজেদের মাটিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল তারা। যে কারণে ইংল্যান্ডে গিয়ে ২-২ ড্র করে ছাইদানিটা নিজেদের কাছে রেখে দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে এবার ইংল্যান্ডের সুযোগ অ্যাশেজ নিজেদের করে নেওয়ার। প্রায় ১০ বছর ধরে ছাইদানিটা যে অস্ট্রেলিয়ার কাছেই। শেষ ২০১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট জিতেছিল ইংল্যান্ড। প্রায় দেড় দশকের লজ্জা কাটানোর উপযুক্ত সময় এখনই।

এগুলো ছাড়াও ক্রিকেট ফুটবল টেনিসের নিয়মিত টুর্নামেন্ট তো থাকছেই। ফুটবলে থাকছে চ্যাম্পিয়নস লিগ। ক্রিকেটে আইপিএল, বিপিএলের মহা উৎসব থেকে শুরু করে টেস্ট-ওয়ানডে-টি২০ মিলিয়ে ভরপুর শিডিউল। আর টেনিসে তো চারটে গ্র্যান্ড স্লাম মাতাতে থাকছেন নতুন যুগের তারকারা। সব মিলিয়ে বছরটা মন্দ যাবে না, কী বলো?

আরও পড়ুন