বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলা কোনটি

খেলাধুলা করলে ব্যায়াম হয়, স্ট্রেস কমে, হাড় শক্ত হয়। পাশাপাশি বিশ্বব্যাপী পরিচিতি, সম্মান আর অর্থনৈতিক ব্যাপার তো আছেই। তবে কিছু খেলায় এসব ভালো জিনিসের পাশাপাশি রয়েছে বিপদ। কিন্তু কোন খেলায় সবেচেয়ে বেশি বিপদ ঘটতে পারে? কোন খেলায় মৃত্যুঝুঁকি বেশি?

এ প্রশ্নটি সহজ হলেও উত্তর দেওয়া একটু কঠিন। কারণ, খেলাধুলা সব সময় একরকম হয় না। যেমন ধরো, ফুটবল খেলা বিশ্বব্যাপী জনপ্রিয় এবং দেখে তেমন বিপজ্জনক মনে হয় না। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ২০১৪-১৮ সালের মধ্যে ফুটবল খেলার সময় ৬১৭ জন পেশাদার ফুটবলার মারা গেছেন। তাঁদের বেশির ভাগ মারা গেছেন করোনারি হার্ড ডিজিজের (সহজ কথায় হার্টের সমস্যা) কারণে।

আবার ভদ্র মানুষের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটে ১৮৭০ সালের পর থেকে ১২ জন মারা গেছেন। সংখ্যাটা ফুটবলের তুলনায় অনেক কম হলেও মৃত্যুর আশঙ্কা রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের কথা হয়তো তোমাদের মনে আছে। একটা পেস বল সরাসরি তাঁর গলার কাছে আঘাত করায় তিনি মারা যান।

ফিল হিউজ

কমবেশি সব খেলায় এ রকম কিছু ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের মতে, যুক্তরাষ্ট্রে বেশির ভাগ ক্রীড়াবিদ আঘাত পান সাইক্লিং, বাস্কেটবল ও ফুটবল খেলার সময়। ফুটবলের মতো রাগবি খেলায়ও রয়েছে ঝুঁকি।

০১৪-১৮ সালের মধ্যে ফুটবল খেলার সময় ৬১৭ জন পেশাদার ফুটবলার মারা গেছেন। প্রতীকী ছবি।
এএফপি

বক্সিং খেলা তোমরা কমবেশি সবাই দেখেছ। রেসলিং নয় কিন্তু! এই বক্সিং খেলার নিয়মই হচ্ছে প্রতিপক্ষকে আঘাত করা। ফলে বক্সিংও ঝুঁকিপূর্ণ খেলা। ২০১০ সালের এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর বিশ্বব্যাপী ১০ জন বক্সারের মৃত্যু ঘটে। তবে প্রতিবেদনে আরও জানানো হয়, এ সংখ্যাটা আরও বেশি হতে পারে। ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর গড়ে ১৩ জন বক্সার মারা যান। তা ছাড়া ঘোড়দৌড় খেলায় রয়েছে মারাত্মক ঝুঁকি। যুক্তরাজ্যে বিগত ১০ বছরে ৪৪ জন ঘোড়সওয়ার (জকি) মারা গেছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২২০ জন। যুক্তরাষ্ট্রের ২০২১ সালের এক সমীক্ষায় দেখা গেছে, এক দশকে দেশটিতে ৩২০ জন জকি মারা গেছেন। প্রতিবছর গড়ে ৩২ জন মারা যান ঘোড়দৌড় খেলতে গিয়ে। ২০২৩ সালে পিবিএস নিউজ জানিয়েছে, ঘোড়দৌড়ের কারণে প্রতিবছর সর্বনিম্ন ২ জন জকি মারা যান এবং আহত হন প্রায় ৬০ জন।

আরও পড়ুন

অলিম্পিক খেলার সময়ও দুজন অ্যাথলেট মারা গেছেন। একজন ম্যারাথন দৌড়ের সময়, অন্যজন সাইক্লিস্ট। তাঁরা দুজনই মারা গেছেন হিটস্ট্রোকে। সাধারণত মাথায় বা শরীরে আঘাতের জন্য অ্যাথলেট বা খেলোয়াড়েরা মারা যান না। বরং আঘাত বা শ্রমের কারণে পরে বেশির ভাগ খেলোয়াড় স্ট্রোক করেন।

তাহলে এখন কোন খেলাকে তোমার সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে? আগেই বলেছিলাম, প্রশ্নটা সহজ হলেও উত্তরটা ততটা সহজে দেওয়া যাবে না। এখন তোমরাই বিবেচনা করে দেখতে পারো, পৃথিবীর সবচেয়ে মারাত্মক খেলা কোনটি।

তবে আমি তোমাদের সামান্য সাহায্য করতে পারি। আমার মতে, বক্সিং ও ঘোড়দৌড়ই সবচেয়ে মারাত্মক খেলা। যদিও ফুটবল খেলার সময় দৌড়ানোর কারণে অনেক খেলোয়াড় পরে হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে সেই সংখ্যাটা তুলনামূলক বক্সিং ও ঘোড়দৌড়ের তুলনায় কম। কারণ, এ দুই মারাত্মক খেলায় প্রতিবছর যতজন মানুষ অংশগ্রহণ করেন, ফুটবল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি মানুষ খেলেন। ফলে এ খেলায় মৃত্যু বেশি মনে হচ্ছে। কিন্তু মৃত্যুর হার ফুটবলে কম।

আরও পড়ুন

এখন বলতে পারো, যেকোনো একটা বাছাই করতে বললে কোনটিকে সবচেয়ে বিপজ্জনক খেলা বলবে? সে ক্ষেত্রে আমার উত্তর হলো, ঘোড়দৌড়। কারণ, বক্সিং খেলায় শুধু দুজন মানুষ থাকেন। তাঁদের মধ্যে কেউ মারা গেলে সেটা হিসাব করে রাখা হয়। কিন্তু ঘোড়দৌড়ের সময় যদি জকি মারা যান, তাহলে সেই হিসাব আমরা রাখলেও কতগুলো ঘোড়া প্রতিবছর মারা যায়, তা কিন্তু হিসাব রাখি না তেমন।

ফুটবলের মতো রাগবি খেলায়ও রয়েছে ঝুঁকি
রয়টার্স

বিজ্ঞানবিষয়ক সাময়িকী লাইভ সায়েন্স জানিয়েছে, প্রতিবছর শুধু যুক্তরাষ্ট্রে রেসিংয়ের সময় শত শত ঘোড়া মারা যায়। এ কারণে আমি ঘোড়ার রেসিংকে বলব সবচেয়ে মারাত্মক খেলা। কারণ, ঘোড়াও প্রাণী।

সূত্র: লাইভ সায়েন্স, ইকোয়াসার ডট কম, হেক্সাহেলথ ডট কম, ক্রিকেট ডট ওয়ান ও ফ্যাক্টচেক ডট এইচকে।

আরও পড়ুন