যেসব রেকর্ড ভাঙল এবারের বিশ্বকাপে

এই লেখা যখন লিখতে বসেছি, মাঠের বিশ্বকাপের উত্তেজনা তখন তুঙ্গে। ২৫ ম্যাচ শেষে প্রতিটি দলকেই হাতছানি দিয়ে ডাকছে বিশ্বকাপের সেমিফাইনাল। বাংলাদেশের স্বপ্নও ঝুলছে ভাগ্যের শিকেয়। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট এই বিশ্বকাপেই রচনা করেছে রোমাঞ্চের। নতুন করে লেখা হয়েছে ক্রিকেটের রেকর্ড বুক। ২০২৩ বিশ্বকাপের মাঝপথে এসেই রেকর্ড বুকে এসেছে নতুন সংযোজন। বিশ্বকাপের মঞ্চে নতুন করে গড়া রেকর্ডগুলো নিয়েই আজকের লেখা।

সর্বোচ্চ সেঞ্চুরি

রোহিত শর্মা

বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে রেখেছিলেন কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার। ৬ বিশ্বকাপে ৬ সেঞ্চুরি নিয়ে তাঁর অবস্থান ছিল সবার ওপরে। কিন্তু গত বিশ্বকাপেই সেই রেকর্ডকে হুমকির মুখে ফেলে দেন রোহিত শর্মা। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৫ সেঞ্চুরি করে নিজেকে নিয়ে যান অনন্য এক স্থানে। সবাই ধরেই নিয়েছিল, ভারতীয় অধিনায়কের হাত ধরেই ভাঙতে চলেছে শচীনের রেকর্ড। ভক্তদের বিন্দুমাত্র অপেক্ষা করাননি রোহিত শর্মা। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচেই তুলে নিয়েছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি।

আফগানিস্তানের বিপক্ষে ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে বিশ্বকাপে ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ৭ সেঞ্চুরির মালিক এখন রোহিত শর্মা। বিশ্বকাপের আগে অফ ফর্ম, ফিটনেস নিয়ে নানা তর্কবিতর্ক নিমেষেই উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এই ডানহাতি ব্যাটার। তবে শচীন যে দ্বিতীয় অবস্থানেও খুব একটা স্বস্তিতে আছেন, ব্যাপারটা তেমনও নয়। বিশ্বকাপে দুই সেঞ্চুরি করে শচীনের সঙ্গে দ্বিতীয় অবস্থানটা ভাগাভাগি করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। কে জানে, এই লেখা হাতে পৌঁছাতে পৌঁছাতে না ওয়ার্নার সবাইকে ছাড়িয়ে যান!

সর্বোচ্চ রানের ইনিংস

এত দিন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল অজিরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই রেকর্ড চুরমার করে দেয় দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংস শেষে তাদের সংগ্রহ ছিল ৪২৮ রান। এই রান গড়তে গিয়ে বিশ্বকাপের রেকর্ড বুককে ওলট-পালট করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা।

দ্রুততম সেঞ্চুরি

গ্লেন ম্যাক্সওয়েল

এবারের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে দুবার। এইডেন মার্করামের হাত ঘুরে এই রেকর্ডের মালিক এখন গ্লেন ম্যাক্সওয়েল। এত দিন পর্যন্ত বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ান। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার দিনে ব্যক্তিগত ইতিহাসও গড়েছিলেন আইরিশ ব্যাটার। মাত্র ৫০ বলে সেঞ্চুরি গড়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সে রেকর্ড ভাঙেন এইডেন মার্করাম। ১৪ চার আর ৩ ছয়ে ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। সে রেকর্ডের স্থায়িত্ব হয়েছে মাত্র দুই সপ্তাহ। নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড বুকে নিজের নাম যুক্ত করেন অস্ট্রেলীয় ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে ৯ চার, ৮ ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের রেকর্ড বুকে গড়ে নেন নিজের জন্য আলাদা একটি স্থান।

এক ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরি

রেসি ফন ডার ডুসেন এবং কুইন্টন ডি কক

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি দেখার সৌভাগ্য হয়েছে দর্শকদের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে শুধু চার-ছক্কা নয়, ছিল রেকর্ডের ফুলঝুরিও। একই ইনিংসে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম পার করেন সেঞ্চুরির কোটা। এ নিয়ে চতুর্থবারের মতো একদিনের ক্রিকেটে দেখা গেছে এমন ঘটনার। যার মধ্যে তিনবারই নাম জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের।

সর্বোচ্চ রান তাড়া করে জয়

সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এখন পাকিস্তানের

এবারের বিশ্বকাপে গড়া প্রতিটি রেকর্ডেই যেন পাঞ্চিং ব্যাগ হয়ে রয়েছে শ্রীলঙ্কা। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আরেকটি রেকর্ডের সাক্ষী হয়ে আছে লঙ্কানরা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এখন পাকিস্তানের। আর সেই পর্দার উল্টো পাশে দাঁড়িয়ে আছে লঙ্কানরা। প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে ৩৪৪ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। সেই রান হেসেখেলেই পার করে ফেলে পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

সর্বোচ্চ রানে জয়

৩০৯ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া

এবারের বিশ্বকাপে যেমন সর্বোচ্চ রান তাড়া করে জয় হয়েছে, তেমনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়ের দেখাও মিলেছে। এবার নিজেদের রেকর্ডে নিজেরাই ভাগ বসিয়েছে অজিরা। ২০১৫ সালে আফগানদের বিপক্ষে ২৭৫ রানের জয় পেয়েছিল তারা। অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্যে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় আফগানরা। সেই রেকর্ডে আফগানদের জায়গায় শুধু বসেছে ডাচদের নাম। অস্ট্রেলিয়ার ৩৯৯ রানের বিপরীতে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৩০৯ রানের বিশাল জয় বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়। মজার ব্যাপার হলো, লিস্টের পরের তিনটি জয়েই প্রথমে ব্যাট করা দল ৪০০+ রান করেছিল। কিন্তু ৪০০ না ছুঁয়েও সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার।

আরও কিছু রেকর্ড

বিশ্বকাপে এমন কিছু রেকর্ডও হয়েছে, যা বিশ্বকাপের রেকর্ড বুকে স্থায়ী না হলেও চুরমার করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড।

এক ম্যাচে চার সেঞ্চুরি

একদিনের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে চার সেঞ্চুরির দেখা মিলেছে বিশ্বকাপের মঞ্চে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচে প্রথমবারের মতো এক ম্যাচে চার সেঞ্চুরির দেখা পায় একদিনের ক্রিকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। সেই রান তাড়া করতে গিয়ে সেঞ্চুরির দেখা পান আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। এক ম্যাচে চার সেঞ্চুরির বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ব।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা

আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক এখন রোহিত শর্মা। ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ৫৫৩ ছক্কা নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ১৩১ রানের ইনিংসে ৫টি ছক্কা হাঁকান রোহিত। আর সেখানেই গেইলের রেকর্ড নিজের করে নেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সেই ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮।