অবশেষে ফাইনালে ধরাশায়ী ভারত

ভারত বনাম পাকিস্তান, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭, ফাইনাল:

ভারত-পাকিস্তান ফাইনাল, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভারত-পাকিস্তান সিরিজ দেখা যায় না অনেক দিন। আইসিসি টুর্নামেন্টই এখন একমাত্র ভরসা। বলা হয়, পুরো টুর্নামেন্টের খরচ এই এক ম্যাচ দিয়েই তুলে ফেলে আইসিসি। সেখানে ফাইনালে মুখোমুখি দুই দল? কিন্তু সেই ম্যাচটা এভাবে পাশার দান উল্টে দেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেনি কেউ। আইসিসি টুর্নামেন্ট মানেই মাঠে ভারতের একচ্ছত্র আধিপত্য। এমনকি টুর্নামেন্টে প্রথম দেখায় পাকিস্তানকে ধরাশায়ী করেছিল ভারত। কিন্তু ফাইনালে বদলে গেল চিত্র। প্রথমে ব্যাট করে ফখর জামানের ১০৬ বলে ১১৪ ও মোহাম্মদ হাফিজের ৩৭ বলে ৫৭ রানে ভর করে ৩৩৮ রান করে পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় যখন পুরো বিশ্ব, তখন ফিনিক্স পাখির মতো উড়ে এলেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। একাই ধসিয়ে দিলেন ভারতের টপ অর্ডার। ০ রানে রোহিত শর্মা, ৫ রানে কোহলি আর ২১ রানে শিখর ধাওয়ান। ভারতের সেরা তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে তাঁর বুনো উল্লাস এখনো চোখে ভাসে সবার। যুবরাজ সিংয়ের ২২ আর হার্দিক পান্ডিয়ার ৭৬ রান না হলে হয়তো ১০০ পার করতেও হিমশিম খেত ভারত। অবশেষে ১৫৮ রানে থামে তাদের ইনিংস। ১৮০ রানের বিশাল জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতে নেয় পাকিস্তান।

পাকিস্তান ১৮০ রানে জয়ী
আরও পড়ুন