কবে, কোথায় দেখা যাবে বিশ্বকাপ ট্রফি
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র চার মাসের অপেক্ষা। আগামী অক্টোবরের ৫ তারিখ থেকে মাঠে গড়াবে ‘আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩’। এ বছর বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত। এরই মধ্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছে ভারত। বেশ ঘটা করেই উন্মোচিত হয়েছে বিশ্বকাপের ট্রফি। তবে অন্যান্য যেকোনো আসরের চেয়ে ছাড়িয়ে গেছে এবারের আয়োজন। বিশ্বকাপ উন্মোচন করা হয়েছে সরাসরি মহাকাশে।
হ্যাঁ, ঠিকই শুনেছ। পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় উন্মোচিত হয়েছে এ ট্রফি। এ উচ্চতাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি বেলুনের সাহায্যে ট্রফিটি মহাকাশে ভাসিয়ে রাখা হয়। বেলুনের সঙ্গে একটি ফোরকে (4k) রেজল্যুশনযুক্ত ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরার সাহায্যে মহাকাশে ভেসে থাকা বিশ্বকাপকে দেখানো হয়েছে।
এরপর ট্রফি নামিয়ে আনা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এখানেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। এখন থেকে মোট ১৮টি দেশে ভ্রমণ করবে ট্রফিটি । টানা ৭০ দিনে ২০টির বেশি শহরে ঘুরে বেড়াবে ট্রফি। এর আগে কখনোই এত দিন ধরে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়নি বিশ্বকাপ। এটাই সর্বোচ্চ ঘুরে বেড়ানোর রেকর্ড। এসব দেশের তালিকায় আছে বাংলাদেশও। আগামী ৭ থেকে ৯ আগস্ট, তিন দিন বাংলাদেশে থাকবে বিশ্বকাপের ট্রফি।
বিশ্বকাপের ট্রফি দেশে দেশে ঘোরানোর উদ্দেশ্য কী? ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মতে, বিশ্বকাপের আগে এ ট্রফি ট্যুর ক্রিকেটপ্রেমীদের আরও উৎসাহিত করে তুলবে। ক্রিকেট পৌঁছাতে পারবে আরও অনেক বেশি মানুষের কাছে। যেমন বাংলাদেশে যখন ট্রফিটি আসবে, তখন প্রায় সব পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে এই সংবাদ প্রচার করা হবে। ফলে ক্রিকেট উন্মদনা ছড়িয়ে পড়বে সবার মধ্যে। এ ছাড়া এ ট্যুরের পরে আইসিসি ১০ লাখ ভক্তকে তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথোপকথনের সুযোগ করে দেবে।
এ ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘বিশ্বব্যাপী এক শ কোটির বেশি ক্রিকেট ভক্ত রয়েছেন। আমরা যত বেশি সম্ভব মানুষকে এই ট্রফির কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিতে চাই।’
গত ২৭ জুন থেকে বিশ্বকাপের ট্রফি ভ্রমণ শুরু হয়েছে। চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। শুরুতেই ট্রফিটি থাকবে ভারতে। এরপর বিভিন্ন দেশ ঘুরে ৪ সেপ্টেম্বর আবার ভারতেই ফিরে আসবে ট্রফিটি। এই সময়ের মধ্যে আর কোথায় কখন ট্রফিটি থাকবে, তা নিচে দেওয়া হলো।
কবে কোথায় থাকবে বিশ্বকাপের ট্রফি
২৭ জুন - ১৪ জুলাই: ভারত
১৫ জুলাই - ১৬ জুলাই: নিউজিল্যান্ড
১৭ জুলাই - ১৮ জুলাই: অস্ট্রেলিয়া
১৯ জুলাই - ২১ জুলাই: পাপুয়া নিউগিনি
২২ জুলাই - ২৪ জুলাই: ভারত
২৫ জুলাই - ২৭ জুলাই: যুক্তরাষ্ট্র
২৮ জুলাই - ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ
৩১ জুলাই - ৪ আগস্ট: পাকিস্তান
৫ আগস্ট - ৬ আগস্ট: শ্রীলঙ্কা
৭ আগস্ট - ৯ আগস্ট: বাংলাদেশ
১০ আগস্ট - ১১ আগস্ট: কুয়েত
১২ আগস্ট - ১৩ আগস্ট: বাহারাইন
১৪ আগস্ট - ১৫ আগস্ট: ভারত
১৬ আগস্ট - ১৮ আগস্ট: ইতালি
১৯ আগস্ট - ২০ আগস্ট: ফ্রান্স
২১ আগস্ট - ২৪ আগস্ট: ইংল্যান্ড
২৫ আগস্ট - ২৬ আগস্ট: মালয়েশিয়া
২৭ আগস্ট - ২৮ আগস্ট: উগান্ডা
২৯ আগস্ট - ৩০ আগস্ট: নাইজেরিয়া
৩১ আগস্ট - ৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা
৪ সেপ্টেম্বর: ভারত