দুঃস্বপ্ন কাটছে না গার্দিওলার, হ্যাটট্রিকে মাতোয়ারা শারদে-ক্লুইভার্ট

ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩ নম্বর সপ্তাহ কেমন গেল দলগুলোর। ম্যাচউইক শেষে টেবিলের হালহকিলতই–বা কী রকম? ‘ইপিএল উইকলি’র ম্যাচউইক ১৩-এর ম্যাচ রিভিউ দেখে নিন একনজরে।

ব্রাইটন ১-১ সাউদাম্পটন

ব্রাইটন: কাউরো মিতোমা ২৯’

সাউদাম্পটন: ফ্লিন ডাউনেস ৫৯’

কাউরো মিতোমার গোলে এক পয়েন্ট পেয়েছে ব্রাইটন
ছবি: এক্স

টানা দুই হারের পর আবারও নামের পাশে পয়েন্ট যোগ করতে পেরেছে সাউদাম্পটন। এই মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের ঘর থেকে পয়েন্ট ছিনিয়ে এনেছে তারা। সেটাও আবার চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই করা ব্রাইটনের বিপক্ষে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকার দলের বিপক্ষে সোজা ম্যাচটা কঠিন বানিয়েছে ফাবিয়ান হুৎজলারের দল ব্রাইটন। বেশ কয়েকটি বড় সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে সাউদাম্পটনের হয়ে মাঠ মাতিয়েছেন ১৮ বছর বয়সী টায়লার ডিবলিং। তাঁর নজরকাড়া পারফরম্যান্স ছেদ ফেলেছে ব্রাইটনের পারফরম্যান্সে।

ব্রেন্টফোর্ড ৪-১ লেস্টার সিটি

ব্রেন্টফোর্ড: ইয়োয়ান উইসা ২৫’, কেভিন শাদে ২৯’, ৪৫+৮’, ৫৯’

লেস্টার: ফাকুন্দো বুয়োনোনাত্তে ২১’

আড়াই বছর পর ব্রেন্টফোর্ডের জার্সিতে হ্যাটট্রিক করেছেন কোনো খেলোয়াড়
ছবি: এক্স

গত সপ্তাহে ম্যাচ শেষ হতে না হতেই বরখাস্তের চিঠি পেয়েছিলেন লেস্টার কোচ স্টিভ কুপার। অন্তর্বর্তীকালীন কোচ বেন ডাউসনের অধীনেও ভাগ্য তেমন সুপ্রসন্ন হয়নি। ব্রেন্টফোর্ডের দুর্গে গোলের সূচনা করেছিল ফক্সরাই। ২১ মিনিটে এগিয়ে নিয়ে যান লেস্টারকে। ব্রেন্টফোর্ডের হয়ে গোলবন্যার সূচনা করেন উইসা। বাকিটুকু এগিয়ে নিয়ে যান কেভিন শাদে। প্রায় আড়াই বছর পর ইভান টোনির পর প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন শাদে। পরবর্তী ম্যাচ থেকে লেস্টারের দায়িত্ব নিতে যাচ্ছেন রুড ফল নিস্টারলয়। ফক্সদের কতদূর নিয়ে পারেন তিনি, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন

ক্রিস্টাল প্যালেস ১-১ নিউক্যাসল ইউনাইটেড

ক্রিস্টাল: ড্যানিয়েল মুনোজ ৯০+৪’

নিউক্যাসল: মার্ক গুয়েহি ৫৩’ (আত্মঘাতী)

ক্রিস্টাল প্যালেসের জার্সিতে প্রথম গোল করেছেন মুনোজ
ছবি: এক্স

ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গুয়েহির জন্য অবিস্মরণীয় এক রাত হয়ে থাকবে এটি। স্কোরশিটে গোল করা, গোল করানো; দুইটিতেই নাম আছে তাঁর। কিন্তু ভিন্ন ভিন্ন দলের হয়ে। অ্যান্থলি গর্ডনের শট গুয়েহির পায়ে লেগে জড়িয়ে যায় জালে। ম্যাচের শেষদিকে নিজের নাম রক্ষা করেছেন এক অসাধারণ অ্যাসিস্টে। ম্যাচের শেষ মিনিটে নামপ্রান্ত থেকে বাড়ান গুয়েহি। তার ক্রস থেকে দলকে সমতায় ফেরান ড্যানিয়েল মুনোজ। ক্রিস্টাল প্যালেসের হয়ে এটাই ছিল মুনোজের প্রথম গোল। এক পয়েন্ট নিয়ে কোনমতে অবনমনের শঙ্কা থেকে ওপরে আছে ক্রিস্টাল প্যালেস। অন্যদিকে আরেকটি ড্র নিয়ে ইউরোপ খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল নিউক্যাসেলের জন্যে।

নটিংহাম ফরেস্ট ১-০ ইপ্সউইচ টাউন

নটিংহাম: ক্রিস উড ৪৯’ (পেনাল্টি)

আবারও ফর্মে ফিরেছেন ক্রিস উড
ছবি: এক্স

পরপর দুই ম্যাচে ধাক্কা খাওয়ার পর আবারও ফর্মে ফিরেছে নটিংহাম ফরেস্ট। পয়েন্ট টেবিলের শেষদিকে থাকা ইপ্সউইচ টাউনকে ১-০ গোলে হারিয়েছে নুনো এস্পারিতো সান্তোর দল। এই মৌসুমে নটিংহামের উত্থানের পেছনে বড় অবদান ছিল ক্রিস উডের। তার ফর্মে ফেরা স্বস্তির নিশ্বাস দিবে ফরেস্ট শিবিরে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে তাঁর একমাত্র গোলেই ম্যাচ জিতেছে ফরেস্ট। স্পার্স ও ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত ফর্ম টেনে আনতে ব্যর্থ হয়েছে ইপ্সউইচ, ফলে অবনমনের সারিতে থাকতে হচ্ছে তাদের।

উলভস ২-৪ বোর্নমাউথ

উলভস: স্ট্র্যান্ড লারসেন ৫’, ৬৯’

বোর্নমাউথ: জাস্টিন ক্লাইভার্ট ৩’ (পেনাল্টি), ১৮’ (পেনাল্টি), ৭৪’ (পেনাল্টি), মিলোস কিরকিজ ৮’

পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পন্ন করেছেন জাস্টিন ক্লাইভার্ট
ছবি: এক্স

হ্যাটট্রিক? সেটাও আবার পেনাল্টি থেকে? প্রিমিয়ার লিগ ইতিহাসে এ যেন এক অনন্য রেকর্ড। সেই রেকর্ডটা গড়েছেন বোর্নমাউথের ডাচ স্ট্রাইকার জাস্টিন ক্লাইভার্ট। অদ্ভুতুড়ে রেকর্ডের রাতে হতাশ করেনি বোর্নমাউথ। পয়েন্ট টেবিলের শেষদিকে থাকা উলভসকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এতে অবশ্য উলভসের দোষটাই বেশি। এক ম্যাচে পরপর তিনটি পেনাল্টি দেওয়া তো আর মুখের কথা না। নরওয়েজিয়ান স্ট্রাইকার জোর্গেন স্ট্র্যান্ড লারসেন ২ গোল করেও দলের হার ঠেকাতে পারেননি। এই হার দিয়েই বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে গেল উলভস কোচ গ্যারি ও’নেইলের।

আরও পড়ুন

ওয়েস্ট হাম ইউনাইটেড ২-৫ আর্সেনাল

ওয়েস্ট হাম: অ্যারন ওয়ান-বিসাকা ৩৮’, এমারসন ৪০’

আর্সেনাল: গাব্রিয়েল ১০’, লিয়েন্দ্রো ট্রসার্ড ২৭’, মার্টিন ওডেগার্ড ৩৪’ (পেনাল্টি), কাই হাভার্টজ ২৬’, বুকায়ো সাকা ৪৫+৫’ (পেনাল্টি)

পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল
ছবি: এক্স

লন্ডন স্টেডিয়ামে লন্ডন ডার্বির দুই হাফ যেন ছিল একপি মুদ্রার দুই পিঠ। প্রথমার্ধে দেখা মিলেছেন সাতটি গোলের। আর দ্বিতীয়ার্ধে একটিও না। গোলবন্যার ম্যাচ দিয়ে গোলে ফিরেছেন মার্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। চোট থেকে ফেরার পর অ্যাসিস্ট পেলেও গোল পাননি, ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে যেন প্রত্যাবর্তনের জানান দিলেন নরওয়েজিয়ান তারকা। এই ম্যাচ দিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এল আর্সেনাল। অন্যদিকে ওয়েস্ট হাম কোচ হুলেন লোপেতেগির ওপর অনেক দিন ধরেই ঝুলছে বরখাস্তের খড়্গ। এমন সময়ে এই হার, সেই পালে নতুন হাওয়া দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

চেলসি ৩-০ অ্যাস্টন ভিলা

চেলসি: নিকলাস জ্যাকসন ৭’, এনজো ফার্নান্দেজ ৩৬’, কোল পালমার ৮৩’

পালমার-মারেসকা জুটি এগিয়ে নিয়ে যাচ্ছে চেলসিকে
ছবি: এক্স

মৌসুমের অসাধারণ ফর্মটা এখনও ধরে রেখেছে ব্লুজরা। কোচ এনজো মারেসকার অধীনে তাদের জয়রথ চলছেই। বিশেষ করে অধিনায়ক এনজো ফার্নান্দেজের প্রত্যাবর্তন চেলসির অস্থিতিশীল মাঝমাঠকে অনেকটা শান্ত করেছে। অ্যাস্টন ভিলা সেখানে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। মজার ব্যাপার হলো আর্সেনাল ও চেলসি জয়-ড্র-পরাজয়-গোল ব্যবধান—এমনকি গোল করা এবং হজম করা, সব তুলনায় অবস্থান সমানে সমান। হলুদ কার্ড বেশি হজম করায় তৃতীয় স্থানে রয়েছে চেলসি।

এই ম্যাচ দিয়ে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন একপ্রকার শেষ হয়ে গেল অ্যাস্টন ভিলার। পয়েন্ট টেবিলের ১২ নম্বর অবস্থানে থাকা ভিলার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ স্পটের পয়েন্ট ব্যবধান এখন ৬। দ্রুত উত্তরণ না করতে পারলে কোচের ওপর আস্থা হারাতে বেশি সময় লাগবে না ভিলা ম্যানেজমেন্টের।

ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ এভারটন

ইউনাইটেড: মার্কাস রাশফোর্ড ৩৪’, ৪৬’, জোসুয়া জির্কজি ৪১’, ৬৪’

রুবেন আমোরিমের অধীনে ফর্মে ফিরছেন মার্কাস রাশফোর্ড
ছবি: এক্স

ঘরের মাটিতে ফিরে যেন নিজেদের খুঁজে পেয়েছে রেড ডেভিলরা। আস্তে আস্তে আমোরিমের ট্যাক্টিসের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে তারা। ৪-০ গোলের বিশাল জয় যেন সেটারই প্রমাণ। সাবেক কোচ এরিক টেন হাগের অধীন একবারও ৪ গোলের ব্যবধানে জিততে পারেনি ইউনাইটেড। আমোরিম এসেই যেন বদলে দিয়েছেন দলের চিত্র। বিশেষ করে সাবেক কোচের অধীনে ফর্মে হাতড়ে বেড়ানো রাশফোর্ড এখন আমোরিমের আস্থার পাত্র। তবে গত ম্যাচে ঝলক দেখিয়েছেন জসুয়া জির্কজি। দুজনের জোড়া গোলে এভারটনকে বিধ্বস্ত করেছে ইউনাইটেড। কানাঘুসা আছে নতুন কোচের জন্য ইতোমধ্যে বাজারে নেমেছে এভারটন।

আরও পড়ুন

টটেনহাম হটস্পার্স ১-১ ফুলহাম

স্পার্স: ব্রেনান জনসন ৫৪’

ফুলহাম: টম কিয়ের্নি ৬৭’

গোলের পর উদ্‌যাপন করছেন ফুলহাম অধিনায়ক টম কিয়ের্নি
ছবি: এক্স

স্পার্সকে ডাকা হয় ‘প্রিমিয়ার লিগের রবিনহুড’। রবিনহুড যেমন ধনীদের কাছ থেকে সম্পদ চুরি করে এনে গরীবদের কাছে বিলিয়ে দিতেন, কোচ আগ্নে পোস্তেকোগলুও যেন সেই পথেই হাঁটছেন। গত সপ্তাহে ম্যানস্টার সিটিকে ৪-০ গোলে হারিয়ে এই মৌসুমে ড্র করেছে ফুলহামের বিপক্ষে। সেটাও আবার ১০ জনের ফুলহামের বিপক্ষে। ইউরোপিয়ান কম্পিটিশনে নিজেদের জায়গা ঠিকঠাক রাখতে জয়ের বিকল্প ছিল না টটেনহামের। ৫৪ মিনিটে ব্রেনান জনসনের গোলে এগিয়েও যায় টটেনহাম। ৬৭ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান অধিনায়ক টম কিয়ের্নি। যদিও ম্যাচের ৮৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন কিয়ের্নি। কিন্তু ১০ জনের ফুলহামের বিপক্ষে তেমন কিছু একটা করতে পারেনি স্পার্স।

লিভারপুল ২-০ ম্যানচেস্টার সিটি

লিভারপুল: কোডি গ্যাকপো ১২’, মোহাম্মদ সালাহ ৭৮’ (পেনাল্টি)

হারের পর ছয় আঙ্গুল তুলে ৬ প্রিমিয়ার লিগ শিরোপার কথা মনে করিয়ে দিলেন পেপ গার্দিওলা
ছবি: এক্স

পেপ গার্দিওলার দুঃসময় যেন পিছু ছাড়ছে না। পুরো নভেম্বর মাসে জয়ের দেখা পাননি, ডিসেম্বরে এসেও ভাগ্যের বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। অনেকে ভেবেছিলেন, আস্তে আস্তে হয়তো ফর্মে ফিরবে তারা। কিন্তু কোনোভাবেই হালে পানি পাচ্ছেন না গার্দিওলা। লিভারপুলের বিপক্ষে হার সিটিকে শুধু প্রিমিয়ার লিগের লড়াই থেকেই ছিটকে দেয়নি, বরং তাদের পিছিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকেও। ২৩ পয়েন্ট পেয়ে তারা এখন টেবিলের ৫ নম্বরে।

আরও পড়ুন

অন্যদিকে লিভারপুল কোচ আর্নে স্লট আছেন ফুরফুরে মেজাজে। ইয়ুর্গেন ক্লপের রেখে যাওয়া দলকে খুব একটা নাড়াচড়া করতে হয়নি তাকে। বরং সঠিক খেলোয়াড়কে সঠিক জায়গায় খেলিয়েই বের করে আনছেন ফলাফল। যার দেখা মিলছে লিগ টেবিলে। ১৩ ম্যাচ শেষে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে লিভারপুল। সর্বশেষ এমনটা দেখা গিয়েছে ১৯৯৩-৯৪ মৌসুমে। সেবার ম্যানচেস্টার ইউনাইটেড ছিল এগিয়ে, এবার লিভারপুল। বলা যায় এই ম্যাচ দিয়ে নিজেদের লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছেন মোহাম্মদ সালাহরা।

একনজরে ম্যাচউইক ১৩ শেষে প্রিমিয়ার লিগের টেবিল

আরও পড়ুন