চেকমেটের কিছু সাধারণ কৌশল
যেসব আক্রমণে প্রতিপক্ষকে চেকমেট করার সম্ভাবনা তৈরি হয়, দাবা খেলায় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাজার ওপর প্রতিপক্ষের সরাসরি আক্রমণের মাধ্যমেই নির্ধারিত হয় বেশির ভাগ খেলার জয়-পরাজয়। এই আক্রমণগুলোর মাধ্যমে প্রতিপক্ষের রাজাকে সরাসরি চেকমেট করে ফেলা যায়, অথবা প্রতিপক্ষ তার রাজাকে বাঁচানোর জন্য নিজের বেশ কিছু ঘুঁটি বিসর্জন দিতে বাধ্য হয়। ফলে যে পদ্ধতিতেই হোক না কেন, একটি ভালো আক্রমণ সব সময়ই প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
আগের পর্বগুলোয় তোমরা চেকমেট করার বেশ কিছু সাধারণ উপায় সম্পর্কে জেনেছ। বিভিন্ন ঘুঁটি কীভাবে একত্র হয়ে প্রতিপক্ষের রাজার ওপর আক্রমণ করতে পারে, এ বিষয় বোঝাও চেকমেট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাবা খেলার মূল দক্ষতাটাই হলো বিভিন্ন প্যাটার্ন ধরতে পারা, যা চেকমেট করার মতো সম্ভাবনা তৈরির জন্য খুবই প্রয়োজনীয়।
এ পর্বে তোমরা আরেক ধাপ সামনে এগিয়ে যাবে। এমন কিছু পজিশন দেখবে, যেগুলোর মাধ্যমে তোমরা আগের পর্বগুলোয় শেখা চেকমেটিং প্যাটার্নগুলো খুঁজে পাবে।
ব্যাক র্যাঙ্ক
তোমরা আগেই দেখেছ, কীভাবে রাজা নিজের ব্যাক র্যাঙ্ক, অর্থাৎ সর্বশেষ র৵াঙ্কে আটকা পড়ে যেতে পারে। নিচে এমন দুটি উদাহরণ দেওয়া হলো, যেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কীভাবে প্রতিপক্ষের রাজাকে ব্যাক র৵াঙ্কের ফাঁদে ফেলা যেতে পারে।
এ পজিশন দেখে মনে হতে পারে, সাদা দল বেশ বিপদে আছে। d5 ঘরের সাদা রানিকে আক্রমণ করছে b7 ঘরের কালো হাতি। সাদা রানি যদি কালো হাতির পথ থেকে সরে যায়, তাহলে পরের চালেই কালো রানি 1…Qxg2 চালের মাধ্যমে সাদা রাজাকে চেকমেট করে দেবে। তবে এ পজিশনে সাদা দলের দারুণ একটি চাল আছে। প্রথমে সাদা রানি 1 Qxb7 চালের মাধ্যমে কালো হাতিকে কেটে দেবে। এবার কালো নৌকা যদি 1…Rxb7 চালের মাধ্যমে সাদা রানিকে কেটে দেয়, পরের চালেই e1 ঘরে থাকা সাদা নৌকা 2 Re8 চালের মাধ্যমে কালো রাজাকে চেকমেট করে দিতে পারবে, যা একটি ব্যাক র্যাঙ্ক মেট। যদি কালো নৌকা 1…Rxb7 চাল না খেলে, অর্থাৎ সাদা রানিকে কেটে না দেয়, তাহলে হয়তো কালো দল এখনই খেলায় হারবে না, কিন্তু কালো হাতি কাটা যাওয়ায় কালো দল খেলায় অনেকাংশেই পিছিয়ে পড়বে এবং সাদা দল সহজেই খেলায় জিতে যাবে।
তোমরা জানো, কোনো সৈন্য প্রতিপক্ষের শেষ র্যাঙ্কে পৌঁছে রানিতেও উন্নীত হতে পারবে। এ সুযোগ ব্যবহার করেও কিন্তু প্রতিপক্ষের রাজাকে ব্যাক র্যাঙ্কে চেকমেট করা যায়। এমনই একটি উদাহরণ এখানে দেওয়া হলো।
দেখো, কালো রানি g2 ঘরে গেলেই সাদা রাজা চেকমেট হয়ে যাবে। কিন্তু সাদা দল একটু বুদ্ধি খাটালেই কালো দলকে আগে চেকমেট করে দিতে পারবে। সাদা নৌকা 1 Rb8+! চালের মাধ্যমে কালো রাজাকে একটি চেক দেবে। এ চেক থেকে বাঁচার জন্য কালো দলের কাছে একটাই উপায় আছে, 1…Bxb8 চালের মাধ্যমে কালো হাতি দিয়ে সাদা নৌকাকে কেটে দেওয়া এবং এর পরের চালেই d7 ঘরের সাদা সৈন্য 2 d8Q চালের মাধ্যমে রানিতে উন্নীত হবে এবং কালো রাজাকে চেকমেট করে দেবে।
রানির ব্যবহার
দাবার সবচেয়ে শক্তিশালী ঘুঁটি হলো রানি। রানি যদি কখনো প্রতিপক্ষের রাজার কাছে যেতে পারে, তাহলে সেটা প্রতিপক্ষের জন্য যথেষ্টই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই ছবিটি দেখ।
খেলায় জেতার জন্য সাদা দল মাত্রই নিজের একটি ঘুঁটি বিসর্জন দিয়েছে। কিন্তু এর পরপরই 1 Qh5 এই চাল খেলার মাধ্যমে, সাদা ঘোড়া এবং সাদা রানি মিলে কালো দলকে চেকমেট করার হুমকি দিচ্ছে। কালো দল 1…Re8 চালের মাধ্যমে হয়তো কালো রাজাকে পালানোর জন্য একটু জায়গা দিতে পারবে, কিন্তু চেকমেট হওয়া থেকে বাঁচতে পারবে না। কারণ, এরপরই প্রথমে সাদা রানি h7 ঘরে গিয়ে কালো রানিকে চেক দেবে, চেকমুক্ত হতে কালো রাজা যাবে Kf8 ঘরে এবং পরের চালেই সাদা রানি h8 ঘরে গিয়ে কালো রাজাকে চেকমেট করে দেবে। এ চালগুলোর নোটেশন নিম্নরূপ:
1 Qh5 Re8
2 Qh7+ Kf8
3 Qh8 এবং চেকমেট!
এ নিশ্চিত চেকমেটের হাত থেকে বাঁচার জন্য কালো দলের একমাত্র যে চালটি আছে, সেটা হলো সাদা দলের 1 Qh5 চালের পর কালো রানি দিয়ে 1…Qxg5 চালের মাধ্যমে সাদা ঘোড়াকে কেটে দেওয়া। কিন্তু পরের চালেই আবার সাদা রানি 2 Qxg5 চাল দিয়ে কালো রানিকে কেটে দেবে। অর্থাৎ সাদা দল শুধু একটি ঘোড়ার বিনিময়ে কালো রানিকে কেটে দিতে পারবে এবং একসময় খেলায় জিতে যাবে।
যদিও এখন কথা হচ্ছে রানি কতটা শক্তিশালী তা নিয়ে, কিন্তু ওপরের পজিশনে g7 ঘরের সাদা সৈন্যটিও কিন্তু কালো রাজার জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ। কারণ, সাদা দল এখন দুই চালের মধ্যে কালো দলকে চেকমেট করে দিতে পারবে। প্রথম চালটি হবে 1 Qh6 এবং পরের চালটি হবে 2 Qg7 এবং চেকমেট। এ বিপদ থেকে বাঁচা কালো দলের জন্য বেশ মুশকিলই বটে। সাদা দলের 1 Qh6 চালের পর, চেকমেট থেকে বাঁচার জন্য কালো দলের একমাত্র চালটি হলো 1…Ne6। কিন্তু এতে করে কালো দল চেকমেটের হাত থেকে বাঁচতে পারবে না, শুধু চেকমেট হওয়াটাকে বিলম্বিত করতে পারবে মাত্র। কারণ, সাদা এরপরই 2 Rh3 চালের দ্বারা সাদা নৌকাকে সাদা রানির ফাইলে নিয়ে আসবে এবং সাদা রানি দিয়ে h7 ঘরে চেকমেট করে দেওয়ার এমন একটি সুযোগ তৈরি করবে, যেখান থেকে কালো দল কোনোভাবেই বাঁচতে পারবে না। তোমাদের মনে হতে পারে কালো ঘোড়া 2…Nf8 এই চাল দিয়ে হয়তো h7 ঘরের সৈন্যটিকে বাঁচাতে পারবে, কিন্তু আসলে তাতে কোনো লাভ নেই। কালো ঘোড়া f8 ঘরে গেলে g7 ঘরটিকে সুরক্ষা দেওয়ার মতো আর কেউ থাকবে না এবং 3 Qg7 চালের মাধ্যমে সাদা রানি কালো রাজাকে চেকমেট করে দেবে।
যা জানতে হবে
চেকমেটিং পজিশন খুঁজে বের করতে পারা খেলায় জেতার জন্য খুবই জরুরি। চেকমেটিং প্যাটার্ন খুঁজে বের করায় পারদর্শী হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো চেকমেটের বিভিন্ন ধাঁধার সমাধান করা। পত্রিকা বা বিভিন্ন ম্যাগাজিনে প্রায়ই এমন ধাঁধা প্রকাশিত হয়। সেগুলো নিয়মিত সমাধান করলে তোমরা আস্তে আস্তে চেকমেটিং প্যাটার্ন খুঁজে বের করায় পারদর্শী হয়ে উঠবে।
যদি খেলায় রানি, নৌকার মতো শক্তিশালী ঘুঁটি থাকে এবং প্রতিপক্ষের শেষ র৵াঙ্ক দুর্বল থাকে, তাহলে সব সময় চেষ্টা করবে প্রতিপক্ষের শেষ র৵াঙ্কে নিজের একটি নৌকা বা রানিকে নিয়ে যেতে।
রানিকে প্রতিপক্ষের রাজার কাছে নিয়ে যেতে পারলে বিভিন্নভাবে চেকমেট করার সম্ভাবনা সৃষ্টি হয়।
চেকমেট করার আরও কিছু উপায়
এ অংশে তোমরা চেকমেট করার একদমই সহজ কিছু উপায় সম্পর্কে একটা ধারণা পাবে। এরপর এমন কিছু ধারাবাহিক চাল দেখবে যেগুলো তোমাদের শেখাবে কীভাবে কয়েকটি ঘুঁটি একত্র হয়ে প্রতিপক্ষকে চেকমেট করতে পারে। এসব পজিশনই বাস্তবে ঘটা কোনো না কোনো খেলা থেকে নেওয়া হয়েছে।
নৌকা এবং হাতি দিয়ে চেকমেট করার উপায়
এটা নৌকা এবং হাতি দিয়ে চেকমেট করার খুবই প্রচলিত একটি উপায়।
নৌকা এবং ঘোড়া দিয়ে চেকমেট করার উপায়
এভাবে প্রতিপক্ষের রাজাকে নৌকা এবং ঘোড়া মিলে চেকমেট করতে পারে।
এবার কয়েকটি ধারাবাহিক চাল দেখার পালা
এ পজিশনে কালোকে চেকমেট করার জন্য সাদা দলকে g7 ঘরের কালো হাতিকে সরানোর একটা ব্যবস্থা করতে হবে। নোটেশন দেখে বুঝে নাও, কীভাবে সাদা দল জিততে পারবে,
1 Rh8+ Bxh8
2 Rxh8 এবং চেকমেট!
জেতার জন্য নিজ দলের ঘুঁটি বিসর্জন দেওয়া দাবা খেলার একটি অতিপরিচিত কৌশল। বড় বড় দাবাড়ু অনেক সময় নিজেদের রানি বিসর্জন দিতেও দ্বিধা করেন না। এখানে এমনই একটি চেকমেটিং প্যাটার্ন দেখানো হয়েছে।
1 Qxh7+! Kxh7
2 Rh3+ Kg8
3 Rh8 এবং চেকমেট!
ওপরের ছবিতে দেখতে পাচ্ছ g এবং h এই দুই ফাইলেই আধিপত্য ধরে রেখেছে সাদা দল। এখান থেকে কালো দলের খেলায় টিকে থাকার সম্ভাবনা একদমই নেই। নিচের কয়েকটি ধারাবাহিক চালের মাধ্যমে সাদা দল কালো দলকে চেকমেট করে দেবে:
1 Qxh7+ Rxh7
2 Rg8+ Rxg8
3 Rxg8 এবং চেকমেট!
দেখতে পাচ্ছ, এখানে কালো দলকে চেকমেটের হাত থেকে বাঁচিয়ে রেখেছে g7 ঘরের কালো ঘোড়া। কিন্তু এ পজিশনে সাদা দলের খুবই দারুণ কিছু চাল আছে। সেগুলো নিম্নরূপ:
1 Rxh5+! Nxh5
2 Rh7 এবং চেকমেট!
চেকমেট করার অন্যান্য উপায়
আসলে চেকমেট করার এক শর বেশি উপায় আছে। নিচে প্রায়ই ঘটে, এমন দুটি চেকমেটিং প্যাটার্ন এবং কীভাবে এগুলো কাজে লাগানো যায়, সে সম্পর্কে আলোচনা করা হলো।
প্রথম ফাঁদটি নিজ দলের রানি বিসর্জন দিয়ে তৈরি করা যায়।
চালগুলো নিম্নরূপ:
1 Ne7+ Kh8
2 Qxh7+ Kxh7
3 Rh4 এবং চেকমেট!
দ্বিতীয় ফাঁদটি তৈরি করার পদ্ধতি আরও সুন্দর।
প্রথম দেখায় মনে হতে পারে, সাদা দল হয়তো 1 Ne7+ এ চাল খেলবে, যার জবাবে কালো দল খেলবে 1…Kh8
কিন্তু সাদা d5 ঘরের ঘোড়াটি না চাল দিয়ে, দেয় 1 Qh6 এ চাল! লক্ষ করো, g7 ঘরের কালো হাতিটি কিন্তু চাইলেই h6 ঘরে মাত্র আসা সাদা রানিটিকে কেটে দিতে পারবে না। কারণ, কেটে দিলেই কালো দল চেকমেট হয়ে যাবে। চালগুলো হলো:
1 Qh6 Bxh6
2 Ne7 এবং চেকমেট!
(তোমাদের যদি এখনো নোটেশন বুঝতে জড়তা থাকে, তাহলে তোমরা চেকমেটের ষষ্ঠ এবং সপ্তম পর্ব মাঝে মাঝে দেখে নিতে পারো। নোটেশন যেহেতু তোমাদের অনেকের জন্যই বেশ নতুন একটি ধারণা, এটি ভুলে যাওয়া বা ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।)