ছক্কা দিয়ে শুরু ১৪ বছর বয়সী সূর্যবংশীর
আইপিএলের নিলাম মানে টাকার ছড়াছড়ি। কে কত দাম পেল, কোন দলে কে গেল; রথী-মহারথীদের ভিড়ে নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী নামের এক কিশোর। মাত্র ১৩ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যানের জন্য ১ কোটি ১০ লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস। বয়সভিত্তিক টুর্নামেন্ট, রঞ্জি খেলে বৈভব অবশেষে পা দিয়েছিল আইপিএলের মঞ্চে। আর সে মঞ্চে অভিষেক হলো এক্সট্রা কাভারের ওপর দিয়ে এক বিশাল ছক্কা দিয়ে।
চোটের কারণে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ছিলেন না রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। টসে হেরে প্রথমে বোলিং নেয় রাজস্থান। লক্ষ্ণৌ টার্গেট ছুড়ে দেয় ১৮০ রানের। আইপিএলের তুলনায় টার্গেটটা তেমন বড় কিছু নয়। স্যামসন না থাকায় যশস্বী জয়সোয়ালের সঙ্গী হবেন কে, এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের। সে প্রশ্নের সমাধান মিলল দ্বিতীয় ইনিংসের শুরুতে। ইমপ্যাক্ট সাবস্টিটিউশন হিসেবে মাঠে প্রবেশ করলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বোলার সন্দ্বীপ শর্মার পরিবর্তে প্রবেশ করেছেন মাঠে।
মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লিখিয়েছেন বৈভব। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তাঁর। ১৪ বছর ২৬ দিন বয়সে আইপিএলের মঞ্চে অভিষিক্ত হলেন সূর্যবংশী। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন প্রয়াস রায় বর্মণ। ২০১৯ আইপিএলে ১ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে যোগ দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ১৬ বছর ১৫৭ দিন বয়সে অভিষেক হয়েছিল তাঁর। তবে তাঁর ক্যারিয়ার থেমে গিয়েছিল এক ম্যাচেই।
বহু তরুণ তারকা অমিত সম্ভাবনা নিয়ে এসে ব্যর্থ হওয়ার উপাখ্যান লেখা আছে আইপিএলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক উন্মুক্ত চাঁদ, আইপিএলের চাপ সামলাতে পারেননি। ২০১৩ আইপিএলের প্রথম বলে ব্রেট লির গতিতে স্ট্যাম্প উড়ে যাওয়ার ঘটনা এখনো অনেকের চোখে ভাসে। প্রদীপ সাংওয়ান, শ্রীভাস্তব গোস্বামী, বিজয় জোলের মতো অনেকে সম্ভাবনা নিয়ে এসেও টিকে থাকতে পারেননি। বৈভবকে নিয়ে শুরুর আগেই ছিল সে ভয়।
সে ভয় কাটাতে বৈভব কাটিয়েছেন প্রথম বলে। প্রথম ওভারে অভিজ্ঞ শার্দুল ঠাকুরের বিপক্ষে স্ট্রাইক নিয়েছিলেন জয়সোয়াল। ৩ বলে ৫ রান নিয়ে স্ট্রাইক বদল করে ব্যাট তুলে দিলেন বৈভবের হাতে। প্রথম বলে ডিপ কাভারের ওপর দিয়ে বিশাল এক ছয়। শুধু শার্দুল ঠাকুর নন, পুরো আইপিএলের আনাচকানাচ থাকা দর্শক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন সে শট। হিসাব করলে শার্দুল ঠাকুরের অর্ধেকের কম বয়স তাঁর। খোদ আইপিএল টুর্নামেন্টের থেকে বয়সটা তাঁর কম। তাঁকে কিনা ছক্কা মেরে রানের খাতা খুললেন ১৪ বছর বয়সী এই কিশোর।
বৈভবের ছয় যে ফ্লুক ছিল না, তা প্রমাণ দিয়েছেন পরের ওভারেই। ডাউন দ্য উইকেটে এসে আবেশ খানকে হাঁকিয়েছেন ছয়। ভাগ্যটাও সহায় ছিল বৈকি। পঞ্চম বলে তার ক্যাচ মিস করেন প্রিন্স যাদব। ফসকে যাওয়া ক্যাচ পরিণত হয় চারে।
স্পিনাররাও তার হাত থেকে রেহাই পাননি, রবি বিষ্ণোইকে চার আর দিগভেশ রাঠিকে হাঁকিয়েছেন ছয়। অবশেষে এইডেন মার্করামের বলে কাটা পড়েন বৈভব। টাইমিং মিস করে শিকার হন দুর্দান্ত এক স্টাম্পিংয়ের। ২০ বলে থামে তার প্রথম আইপিএল ইনিংস। ২ চার, ৩ ছক্কায় ১৭০ স্ট্রাইক রেটে করেন ৩৪ রান। প্রথম ইনিংস শেষে বেরিয়ে যাওয়ার পথে তার চোখে ছিল জল। ইনিংসটাকে আরও একটু বড় করতে চেয়েছিলেন, চেয়েছিলেন দলের জয় নিশ্চিত করতে।
যদিও তার ইনিংসের মান রাখতে পারেনি রাজস্থান। ১৮১ রানের লক্ষ্যে লক্ষ্ণৌর কাছে ম্যাচ হেরেছে মাত্র ২ রানের ব্যবধানে। কিন্তু ১৪ বছর বয়সী সূর্যবংশীর মনে আজীবনের জন্য গেঁথে থাকবে দুর্দান্ত এক অভিষেকের গল্প।