ভারত বনাম ইংল্যান্ড, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৩, ফাইনাল:
এই গল্পটাও বৃষ্টিস্নাত এক ফাইনালের গল্প। এবারও গল্পের সারথি ভারত। বৃষ্টির কারণে ৫০ ওভারের ফাইনাল পরিণত হয় ২০ ওভারের ম্যাচে। ততক্ষণ পর্যন্ত সবাই নিশ্চিত ছিল ২০ ওভারের ফরম্যাটের ফাইনালই হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের শেষ ম্যাচ। কোহলির ৪৩ ও জাদেজার ৩৩ রানে ভর করে ১২৯ রান করে ভারত। সেই রান অনায়াসে পাড়ি দেওয়ার কথা স্বাগতিক ইংল্যান্ডের। বিশেষ করে স্কোরবোর্ডে রান যখন ৪ উইকেটে ১১০। সেখান থেকে ধোনির দুর্দান্ত অধিনায়কত্ব, ইশান্ত শর্মার ব্যাক টু ব্যাক উইকেট। সেই সঙ্গে শেষ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ বোলিং। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নেয় ভারত। এবার আর ট্রফি ভাগাভাগি করতে হয়নি তাদের।
ভারত ৫ রানে জয়ী