২০২৪ সালের যত রেকর্ড

লিওনেল মেসি

ফুটবলপ্রেমীদের জন্য ২০২৪ সালটা ছিল দারুণ। ইউরো, কোপা আমেরিকা, এশিয়ান কাপ, চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগসহ আরও কত্ত খেলা। বছরজুড়েই চলছে ফুটবলের একের পর এক টুর্নামেন্ট। এত্ত এত্ত খেলায় রেকর্ডও তো কম হয় না। সেসব রেকর্ডই জানব এই লেখায়।

নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগের এক মৌসুমে প্রথম পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি গোলের (১০টি) রেকর্ড করেছেন তিনি। পাশাপাশি নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলের (৩৪টি) মালিকও এখন হলান্ড। এরপর হলান্ড কোন রেকর্ডটি ভাঙবেন বলে তুমি মনে করো?

চলতি বছর সেপ্টেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯০০তম গোল করেছেন। এই গ্রহে তাঁর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি।

লিওনেল মেসি একমাত্র খেলোয়াড়, যিনি একই সময়ে তিনটি ভিন্ন দলের সর্বকালের সেরা গোলদাতা। বার্সেলোনার হয়ে তিনি ৬৭২ গোল, আর্জেন্টিনার হয়ে ১১২ গোল ও ইন্টার মিয়ামির হয়ে করেছেন ৩৩ গোল।

ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছেন। এমন কীর্তি বিশ্বের আর কোনো ফুটবলারের নেই। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের হয়ে ফাইনালে গোল করেন তিনি। ২০২৪-২৫ মৌসুমের ফাইনালে গোল ভিনি কি এ রেকর্ড আরও বড় করতে পারবেন?

ইংল্যান্ডের কোল পালমার ব্রাইটনের বিপক্ষে খেলতে নেমে গড়েছেন নতুন এক রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ম্যাচের প্রথমার্ধে, মানে ৪৫ মিনিটের মধ্যে করেছেন ৪ গোল।

আরও পড়ুন

নারী ফুটবলার খাদিজা শ ম্যান সিটির হয়ে করেছেন ৬৮ গোল। এর মাধ্যমে তিনি ম্যান সিটির সর্বকালের সর্বোচ্চ নারী গোলদাতার রেকর্ড গড়েছেন।

ইংল্যান্ড ফরোয়ার্ড হ্যারি কেইন যেন সারা বছরই রেকর্ড ভাঙেন। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ ৬৮ গোল করেছেন তিনি। ইংলিশ খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন লিগ ও বুন্দেসলিগায়ও সবচেয়ে বেশি গোলের মালিক কেইন।

অ্যাস্টন ভিলার জন দুরান বেশির ভাগ সময় বেঞ্চেই বসে ছিলেন এ বছর। তবে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন বেশ কয়েকবার। কিন্তু হতাশ করেননি কোচকে। ৮ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে বদলি খেলোয়াড় হিসেবে নেমে তাঁর চেয়ে বেশি গোল করেননি আর কেউ।

স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে খেলেছেন, গোল করেছেন এবং ইউরো জিতেছেন। মাত্র ১৬ বছর ৩৩৮ দিনে ইউরোতে গোল করে তিনি এ রেকর্ডের মালিক হয়েছেন।

আরও পড়ুন

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলেছেন লুকা মদরিচ। ৩৯ বছর ৪০ দিন বয়সে খেলে তিনি আরেক কিংবদন্তি পুসকাসের রেকর্ড ভেঙেছেন।

ওমেনস সুপার লিগে ১৯৩ ম্যাচ খেলেছেন ইংলিশ ফুটবলার জর্ডান নোবস। অ্যাস্টন ভিলার এই খেলোয়াড়ের চেয়ে বেশি ম্যাচ ওমেনস সুপার লিগে আর কেউ খেলেননি।

জর্ডান পিকফোর্ড ২০২৪ সালের ইউরোতে ১১টি ক্লিনশট সেভ করেছেন। এমন বড় টুর্নামেন্টে এর আগে কোনো ইংলিশ গোলকিপার এত গোল ঠেকাতে পারেনি।

সূত্র: বিবিসি ম্যাচ অব দ্য ডে

আরও পড়ুন