টাইগারদের কার্ডিফ জয়

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭, গ্রুপ পর্ব:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ আখ্যা দিলেও খুব একটা ভুল হবে না। এই ম্যাচ জিতেই প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ। বোলিংয়ে ফিরে আসা, ব্যাটিং বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা—সবটাই ছিল এই ম্যাচে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ২৬৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের দুর্দান্ত দুই সেঞ্চুরি দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। সাকিব শেষ পর্যন্ত না থাকলেও ছিলেন মাহমুদউল্লাহ। ১৫ বল হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ। মজার ব্যাপার হলো, এটাই ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম এবং একমাত্র জয়! যে দেশ থেকে টুর্নামেন্টের শুরু, সেই দেশের জয় মাত্র একটি।

বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
আরও পড়ুন