নতুনের ছোঁয়া প্যারিস অলিম্পিকজুড়ে

চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিক। অলিম্পিক শুধু খেলা নয়, বরং পুরো বিশ্বের মিলনমেলা। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে অ্যাথলেটরা একত্র হন একই শহরে, একই ছাদের নিচে নিজেকে আর নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে। এর থেকে সম্প্রীতির বড় উদাহরণ আর কী-ই বা হতে পারে?

প্যারিস অলিম্পিক ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানছবি: রয়টার্স

লন্ডনের পর দ্বিতীয় শহর হিসেবে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছে প্যারিস। শেষ যেবার অলিম্পিক আয়োজনের দায়িত্ব ছিল প্যারিসের কাঁধে, সালটা ছিল ১৯২৪। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ইউরোপ তখনো নিজেকে নতুন করে গড়ে তুলছে। তার ঠিক এক শতাব্দী পর আবারও অলিম্পিক ফিরেছে ভালোবাসার শহরে। আর প্যারিস মানেই বিপ্লব, নতুনের জয়গান। ১০০ বছর আগে প্যারিসে তৈরি হয়েছিল প্রথম ‘অলিম্পিক ভিলেজ’। তাদের তৈরি করে দেওয়া ট্রেন্ড এখন অলিম্পিকের ঐতিহ্য। এক শতাব্দী পর এসেও নতুনত্বের দিক থেকে প্যারিস যে এখনো সবার ওপরে, তার প্রমাণ অলিম্পিকের ৩৩তম আসর।

সিন নদীর উপাখ্যান

অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে দল বহন করা বার্জ
এএফপি

প্যারিস অলিম্পিকের সূচনাই হয়েছে চমক দিয়ে। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্টেডিয়ামের বাইরে। অলিম্পিক আয়োজনকে নতুন মাত্রা দিতে এবারের পুরো আয়োজন ছিল সিন নদীকে কেন্দ্র করে। প্যারিসের পাশ দিয়ে বয়ে যাওয়া সিন নদীতে জমজমাট এক অনুষ্ঠানের আয়োজন করেছে প্যারিস। যেখানে কমতি ছিল না কোনো কিছুর।

বৃষ্টিস্নাত প্যারিসের সিন নদীর দুই পাশে সারি সারি দর্শক জড়ো হয়েছিল ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। প্যারিসের বিখ্যাত অস্টারলিটস ব্রিজ থেকে শুরু করে প্রায় ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আইফেল টাওয়ারের সামনে গিয়ে থেমেছে নৌকাযাত্রা। প্যারিসের বিখ্যাত সব স্থাপনা নটর ডেম, ল্যুভ মিউজিয়াম; এমনকি অলিম্পিক ভেন্যু পাড়ি দিয়ে আইফেল টাওয়ারে পৌঁছেছেন অলিম্পিয়ানরা। মধ্যযুগের ফ্রান্সকে পৃথিবীর সামনে নতুন করে উপস্থাপন করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কিছুই যেন হতে পারত না।

আরও পড়ুন

তবে এ নিয়ে সমালোচনাও হয়েছে। অলিম্পিকের নিয়ম অনুযায়ী শুরুতে প্রবেশ করেছে গ্রিস আর সবার শেষে ফ্রান্স। বড় বড় দেশগুলো নিজস্ব নৌকা পেলেও বেশ কয়েকটি দেশকে নৌকা ভাগাভাগি করতে হয়েছে অন্যান্য দেশের সঙ্গে। সে তুলনায় বাংলাদেশ বেশ ভাগ্যবান। মাত্র ৫ জন অলিম্পিয়ান নিয়েও নিজেদের জন্য আলাদা নৌকা পেয়েছিল বাংলাদেশ। তিরন্দাজ সাগর ইসলামের হাতে ছিল বাংলাদেশের পতাকা।

চ্যাম্পিয়নদের গলায় আইফেল টাওয়ার

অলিম্পিকের প্রতিটি পদকে স্থান পেয়েছে আইফেল টাওয়ারের লোহা
ছবি: নিউ ইয়র্ক টাইমস

এবারের অলিম্পিক শুধু উদ্বোধনী অনুষ্ঠানে নয়, চমক এনেছে অলিম্পিক মেডেলেও। প্যারিস অলিম্পিকের প্রত্যেক চ্যাম্পিয়ন তাঁদের সঙ্গে করে নিয়ে যাবেন আইফেল টাওয়ারও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ারের একটি অংশ মেরামতের কাজ করা হয়, তখন আইফেল টাওয়ার থেকে কিছু লোহা খুলে নিয়ে তা নতুন লোহা দিয়ে প্রতিস্থাপন করা হয়। অলিম্পিকের প্রতিটি পদকে স্থান পেয়েছে সেই লোহা। প্রতিটি পদকের সঙ্গে থাকছে ১৮ গ্রাম লোহা, যা পেন্টাগন আকৃতিতে পদকের সামনের অংশে জুড়ে দেওয়া হয়েছে।

অলিম্পিকের নতুন খেলা, ব্রেকিং

অলিম্পিকের নতুন খেলা, ব্রেকিং
ছবি: সেলফ ডট কম

অলিম্পিকের ৩৩তম আসরে এসে যুক্ত হয়েছে আরেকটি নতুন খেলা, যার নাম ব্রেকিং। আরেকটু ভেঙে বললে ব্রেক ড্যান্সিং। সত্তরের দশকে নিউইয়র্কে জন্ম হয় হিপহপ কালচারের। সেই হিপহপ কালচারের অংশ ছিল ব্রেক ড্যান্সিং। ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে খেলা হিসেবে প্রতিষ্ঠা পায় ব্রেকিং। ২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে প্রথমবারের মতো দেখা মিলে ব্রেকিংয়ের। সেই সাফল্য থেকে ২০১৪ প্যারিস অলিম্পিকে অভিষেক হতে যাচ্ছে ব্রেকিং খেলার।

আরও পড়ুন

প্যারিসের বাইরে অলিম্পিক

প্যারিস অলিম্পিক ২০২৪

অলিম্পিক আয়োজন করা হয় একটি শহরকে কেন্দ্র করে। চেষ্টা করা হয় যাতে শহরের ভেতরেই প্রতিটি খেলা আয়োজন করার। তবে এবার একটি ইভেন্টের জন্য ৪৮ অলিম্পিয়ানকে পাড়ি দিতে হবে প্রায় ১৫ হাজার কিলোমিটার। ফ্রান্স ঔপনিবেশিক তিহুপু, তাহিতিতে অনুষ্ঠিত হবে সার্ফিং। কাগজে–কলমে প্যারিস অলিম্পিক হলেও, অলিম্পিকের পুরো আয়োজন প্যারিসে হচ্ছে না।

নারী-পুরুষের সমান অংশগ্রহণ

এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন ৫ হাজার ২৫০ জন নারী
ছবি: মারকা ডট কম

অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো সংখ্যার দিক থেকে পুরুষদের টেক্কা দিয়েছেন নারীরা। এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন মোট ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট। এর মধ্যে ৫ হাজার ২৫০ জন নারী, ৫ হাজার ২৫০ জন পুরুষ। গত টোকিও অলিম্পিকে নারীর সংখ্যা ছিল মোট অ্যাথলেটের ৪৮ দশমিক ৮ শতাংশ, রিওতে ছিল ৪৫ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুন