‘শিশুদের কণ্ঠে উঠে আসুক জলবায়ু আন্দোলনের বার্তা’ প্রতিপাদ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্ঠিত হয় ‘এমটিবি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’–এর চূড়ান্ত পর্ব। পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এই আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার পর্দা ওঠে গত ১৭ মে।
লাল সবুজ সোসাইটি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারা দেশের ৫০টির বেশি স্কুলের খুদে বিতার্কিকেরা।
প্রাথমিক পর্বগুলো অনুষ্ঠিত হয় অনলাইনে। সব দলকে টপকে ফাইনালে পৌঁছায় ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
ঢাকার বাংলামোটরে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘নবায়নযোগ্য শক্তির শতভাগ চাহিদা মেটাতে পানি বিদ্যুৎই একমাত্র সমাধান’। চূড়ান্ত পর্বে বিজয়ী হয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়।
আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।