গত গ্রীষ্মের দীর্ঘ ছুটির যথাযথ প্রয়োগের উদ্দেশ্যে গিয়েছিলাম মামার বাড়ি। আমার মামাতো ভাই-বোন সুজি ও টিংটিং। এবার ওদের সঙ্গে আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে মামার বাড়ি গিয়ে কী কী করব। ঠিক করলাম, তপন কাকুর আমবাগানে আম চুরি করব। মামার বাড়ির উদ্দেশে খুব ভোরেই রওনা দিলাম; পৌঁছেছি দুপুরের দিকে। পৌঁছেই হাত-মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খানিকক্ষণ বিশ্রামের পর বিকেল প্রায় চারটায় খেলতে বের হলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে মামির হাতের অতুলনীয় পিঠা খেয়ে নাশতা সারলাম। আড্ডা, গল্পগুজব ও নানান খেলা খেলতে খেলতে কখন যে রাত ৯টা বেজে গেল, টেরই পেলাম না। সময়ের জ্ঞান হতেই মনে পড়ল, আম চুরির সময় হয়েছে। আমি, সুজি ও টিংটিং গেলাম তপন কাকুর আমবাগানে। খুব মজা করেই এক থলে আম পাড়লাম। কিন্তু হঠাৎ দেখি, তপন কাকু আমাদের দিকে তেড়ে আসছেন। ব্যস! বেঁধে গেল লঙ্কাকাণ্ড। অন্ধকারে কাকু আমাদের দেখতে না পারলেও কাকুর হাতে যে উত্তম-মধ্যম খেলাম, তারপর নতুন অভিজ্ঞতা অর্জনের কোনো ইচ্ছাই মনে অবশিষ্ট রইল না।