২৩ সেপ্টেম্বর সকাল থেকেই খুলনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জড়ো হতে থাকে অনেক কিশোর–কিশোরী। কারও চোখে তখনো ঘুম ঘুম ভাব। প্রায় সবার পরনে লাল-সাদা-নীল রঙের পোশাক। বোঝা যাচ্ছে, সবাই স্কুল বা কলেজের শিক্ষার্থী। সকালে সবার হাজির হওয়ার উদ্দেশ্য একটাই, খুলনা কিশোর আলো বুক ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি উৎসব।
সকাল আটটায় শুরু হয় উৎসব। জন্মদিনে এবার প্রতিপাদ্য ছিল ‘পড়তে জানতে পথচলা, খুকিআর পাঁচ বছরে রঙিন মেলা’। দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে ছিল হরেক রকম কার্যক্রম।
আয়োজনে মূকাভিনয় পরিবেশন করে সৈয়দ ফয়সাল। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, লেখালেখি ও রুবিকস কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বড় একটা অংশজুড়ে ছিল উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। প্রতিটি বিভাগে সেরা ৩ জন ছাড়াও ৫০ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। এসবের বাইরে নাচ, গান ও কবিতা আবৃত্তিতে মুখর ছিল ক্লাবের পাঁচ বছর পূর্তি উৎসব। শহরের ১৫টি স্কুলের শ খানেক শিক্ষার্থী আর ক্লাব সদস্যদের উপস্থিতিতে মেতে উঠেছিল জমকালো এ উৎসব।