তিনটি গাণিতিক প্রশ্ন

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

১. আজ রোহানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ওদের বাসায় অনেক শিশু এসেছে। ১০টি শিশুর জুস খাচ্ছে। ৮টি শিশুর হাতে কেক। আর ৬টি শিশু হাতে জুস ও কেক উভয়ই আছে। এবার বলো তো, রোহানের জন্মদিনের উৎসবে মোট কতটি শিশু উপস্থিত ছিল?

অলংকরণ: আরাফাত করিম

২. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। আলোর বেগ সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে ৮ মিনিট সময় লাগে। ধরো, আজ সূর্য উঠেছে সকাল ৬টায়। এখন হঠাৎ যদি আলোর বেগ দ্বিগুণ হয়ে সেকেন্ডে ৬ লাখ কিলোমিটার হয়, তাহলে আগামীকাল কয়টায় সূর্য উঠবে?

অলংকরণ: আরাফাত করিম

৩. খেয়াল করো, (৫ × ৩) + ১ = ২১, এটা আসলে ভুল। কারণ, সংখ্যাগুলো সঠিকভাবে সাজিয়ে লেখা নেই। সাজিয়ে লিখলে অবশ্য ঠিক হবে। যেমন (৩ × ২) + ৫ = ১১। এবার ঠিক আছে। এখানে কিন্তু নতুন কোনো সংখ্যা লিখিনি। ওপরের সংখ্যাগুলোই শুধু সাজিয়ে লিখেছি। এখন একইভাবে তুমি (২ × ৪) + ১ = ৩৪ সাজিয়ে লিখতে পারবে?