জরি শখ করে ৬০০ টাকা দিয়ে একটি প্রেশার কুকার কিনেছে। কিন্তু কুকারটি কেনার পর সে এক দিনও ব্যবহার করেনি। তাই তার বান্ধবী যখন কুকারটি ৭০০ টাকা দাম দিতে চাইল, সে ওটা বিক্রি করে দেয়। যা হোক, শখ করে কেনা কুকারটি বিক্রি করে জরির খারাপ লাগছিল। তাই সে তার বান্ধবীর কাছ থেকে ৮০০ টাকা দিয়ে কুকারটি আবার কিনে নেয়। এটি কেনার পর জরি অনুভব করল, আসলেই কুকারটি তার দরকার নেই। তাই সে কুকারটি নিলামে ৯০০ টাকায় বিক্রি করে দিল। এখন বলো তো, কুকারটি বিক্রি করে জরির কি কোনো লাভ হলো? হলেও কত টাকা লাভ হলো?