৮০০ কোটি মানুষের পৃথিবীতে অন্যান্য প্রাণী আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন। লাখ লাখ প্রজাতির শুধু প্রাণীই আছে। এই প্রাণী প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি আছে গুবরে পোকা। শুধু এই পোকার প্রজাতিই আছে ৩০ লাখ। এরা পৃথিবীতে টিকে আছে ৫০ কোটি বছরের বেশি সময়। পৃথিবীর মানুষের মধ্যে পোকামাকড় ভাগ করে দিলে প্রত্যেকে ভাগে পেত ১ হাজার ৪০০ কোটি।
পৃথিবীর সব মানুষের চেয়ে পোকামাকড়ের ভর প্রায় ৭০ গুণ বেশি। তবে পোকামাকড়ের তুলনায় অন্যান্য প্রজাতির সংখ্যা খুব কম। যেমন স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা মাত্র সাড়ে পাঁচ হাজার। উভচর প্রাণী প্রজাতি আছে ৮ হাজার। সরীসৃপ ১০ থেকে ১২ হাজার, পাখি প্রজাতি ১০ হাজার এবং স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় ৫ হাজার ৩০০। তবে মাছের প্রজাতি একটু বেশি। প্রায় ৩৪ হাজার। এর মধ্যে মিঠাপানির মাছের প্রজাতি আছে প্রায় ৩ হাজার। বুঝতেই পারছ, পোকামাকড়ের প্রজাতি অন্যদের তুলনায় কতটা বেশি!