পড়িমরি সেতু

অলংকরণ: রাকিব রাজ্জাক

একটা সেতু আর ১৭ মিনিটের মধ্যে ভেঙে পড়ে যাবে। চারজন বন্ধু কমল, খালিদ, গফুর এবং চপেশ সেতুটা পার হবে। তাঁদের যথাক্রমে সময় লাগবে এক মিনিট, দুই মিনিট, পাঁচ মিনিট এবং দশ মিনিট। ধরে নাও, এখন ঘুটঘুটে অন্ধকার রাত। আর ওদের কাছে একটাই টর্চ আছে। একবারে দুজনের বেশি পার হতে পারে না। তাহলে কীভাবে পার হতে পারে তারা?

উত্তর

কমল-খালিদ যাবে। কমল চলে আসবে। গফুর-চপেশ যাবে। খালিদ ফিরে আসবে। পরে কমল-খালিদ আবার যাবে।