আজকের দিনের ক্যাডবেরি সিল্কের জায়গায় আগেকার দিনে চলত আমাদের দেশি মিমি চকলেট। মনে করো তোমার কাছে অনেক বড় একটা বার আছে মিমি চকলেটের। বারের সাইজ m x n অর্থাৎ মোট mnটি ছোট ছোট বর্গ মিলিয়ে পুরো বার। এখন এই চকলেটকে ভাগ করতে হবে। কিন্তু সোজাসুজি বা আড়াআড়ি ছাড়া কোনোভাবে ভাঙা যাবে না। তাহলে কতবার ভাঙতে হবে সবগুলো আলাদা করতে?
উত্তর
প্রতিবারের ভাগে এক খণ্ড করে বাড়ে। এখন এক খণ্ড আছে, সুতরাং mn-1 বার ভাগ করতে হবে।