‘আরাফাত করিম’ নামটা কি চেনা চেনা লাগছে? তোমাদের অবশ্য নামটা চেনারই কথা। কিশোর আলোর দারুণ কিছু প্রচ্ছদ ও অলংকরণের কারিগর আরাফাত করিম। প্রতিদিন প্রথম আলো পত্রিকার ৫ নম্বর পাতায় প্রকাশ পায় ‘বাসার ভাই’ কমিকস। এই কমিকসটাও তাঁরই আঁকা।
বাংলাদেশের জনপ্রিয় একজন কার্টুনিস্ট আরাফাত করিম। ২০১৮ সাল থেকে প্রথম আলোতে কার্টুনিস্ট হিসেবে কাজ করছেন তিনি। প্রতিনিয়ত জমছে তাঁর অসংখ্য কাজ আর কাজের গল্প। ২০২২ সালের নানা সময়ে প্রথম আলো, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তায় প্রকাশিত ও অপ্রকাশিত তাঁর কাজগুলো নিয়ে গত ১ থেকে ১০ জানুয়ারি রাজধানীর প্রথম আলো কার্যালয়ে আয়োজন করা হয়েছিল ‘পপ আপ টোয়েন্টি-টু’ নামে এক বিশেষ প্রদর্শনীর।
১ জানুয়ারি বিশেষ এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক সুমনা শারমীন ও কিআ সম্পাদক আনিসুল হক।
এই প্রদর্শনীর মাধ্যমে আরাফাত চেয়েছেন সহকর্মীদের সঙ্গে কাজ নিয়ে কথা বলতে, কাজের প্রক্রিয়া, চিন্তাধারা, নানা প্রতিকূলতা এবং এর পেছনের গল্পগুলো ভাগ করে নিতে। ঠিক এই চিন্তা থেকেই নিজ উদ্যোগে স্বল্প পরিসরে আয়োজনটি করেন তিনি।
প্রদর্শনীটিতে স্থান পায় ২০২২ সালের বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন আঁকা। লিওনেল মেসি থেকে শুরু করে জীবনানন্দ দাশ, বিভিন্ন অলংকরণ, কার্টুন, কমিক, ডুডল, টাইপোগ্রাফি, ডিজাইন—বাদ যায়নি কিছুই।
২০২২ সালে কিশোর আলোর জন্য আঁকা বেশ কিছু প্রচ্ছদ আর অলংকরণও প্রদর্শিত হয় এখানে। সঙ্গে ছিল তাঁর ব্যবহৃত কয়েকটি স্কেচবুক। কাজের প্রয়োজনে বিভিন্ন লে-আউট, স্কেচ, ডুডলসহ ‘হাবিজাবি’ অনেক কিছুই ছিল স্কেচবুকগুলোতে।
প্রদর্শনী দেখতে আসেন জনপ্রিয় লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, সব্যসাচী হাজরার মতো গুণী মানুষেরা।