জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
দেখতে দেখতে কেটে গেছে ১৭ বছর। আজ থেকে ঠিক ১৭ বছর আগে ২০০৭ সালে আয়োজিত হয়েছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। আজকের এই দিনে পর্দা উঠেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল টেস্ট খেলা ১০টি দল—দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান। সেই সঙ্গে কেনিয়া ও স্কটল্যান্ড।
প্রথম ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে জয় পায় প্রতিপক্ষ দল দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে ২৭টি ম্যাচ আয়োজিত হয়। সবশেষে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ট্রফিটা যায় ভারতের কাছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ রানে হারিয়ে এই ইতিহাস গড়ে ভারত। সেবার বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মোহাম্মাদ আশরাফুল এবং সহ–অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা।
টুইন টাওয়ারে হামলা
আজকের এই দিনেই ঘটে ভয়াবহ সন্ত্রাসী হামলা ৯/১১। ছিনতাই করা দুটি উড়োজাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার ঘটনা ঘটে। উড়োজাহাজ দুটি নিউইয়র্কের টুইন টাওয়ার নামে খ্যাত বিশ্ববাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবনে আছড়ে ফেলা হয়। এই হামলা ছাড়া বেশ কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটে। এসব প্রাণঘাতী হামলায় প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। আহত হন আরও কয়েক হাজার মানুষ। ইতিহাসের পাতায় এ ঘটনার মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার নজির কমই রয়েছে।