আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

জানা–অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৮ সেপ্টেম্বর ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

সাক্ষরতার মানে অক্ষর–পরিচিতি, লেখা ও পড়ার ক্ষমতা। সোজা কথায়, ন্যূনতম অক্ষরজ্ঞানের ধারণা থাকাই সাক্ষরতা। তবে দিন দিন এ সংজ্ঞায় সংযোজন হচ্ছে নতুন শব্দ। ফলে বাড়ছে এর পরিধি। আজও পৃথিবীর প্রায় ৭৭৫ মিলিয়ন মানুষের এই ন্যূনতম অক্ষরজ্ঞানের অভাব রয়েছে। ফলে প্রাপ্তবয়স্ক প্রতি পাঁচজনে একজনের রয়েছে শিক্ষার অভাব। এর মধ্যে একটি বড় অংশজুড়ে রয়েছে নারী। গোটা বিশ্বের প্রায় ৬০ দশমিক ৭ মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। করোনার পর এই অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা মহামারির পর ২৪ মিলিয়ন শিক্ষার্থী বিদ্যালয়ে ফেরেনি। বাংলাদেশের চিত্রও এর চেয়ে ভিন্ন কিছু নয়।

আরও পড়ুন

শিক্ষিত নাগরিক ব্যতীত দেশ ও জাতির সার্বিক অগ্রগতি অসম্ভব। এর গুরুত্ব বোঝাতে ও শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে ইউনেসকো কর্তৃক প্রতিবছরের ৮ সেপ্টেম্বর পালিত হয় ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেসকোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে এটি ঘোষণা করা হয়। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর নিয়মিত পালিত হয়ে আসছে দিবসটি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশেও এই দিবস পালন শুরু হয়।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ স্টার ট্রেকের সম্প্রচার শুরু হয়েছিল আজকের এই দিনে, ১৯৬৬ সালে। মাত্র তিন সিজনের সায়েন্স ফিকশনভিত্তিক এই সিরিজ খুব অল্প সময়ে দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর এর ওপর বেশ কিছু সিনেমাও তৈরি হয়।

আরও পড়ুন