জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৫ নভেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
এক্সবক্স হলো গেমের দুনিয়ায় এক যাদুর বক্স। মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় এই গেমিং কনসোল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে আসে ২০০১ সালের আজকের এই দিনে। এরপর থেকে এই এক্সবক্স গেমিং জগতে ব্যাপক সাড়া ফেলে। শক্তিশালী গ্রাফিক্স ও বিল্ট-ইন হার্ড ড্রাইভসহ এই কনসোলটি গেমারদের জন্য এক নতুন যুগের সূচনা করে। তবে গেমারদের জন্য সবচেয়ে বড় চমক ছিল ২০০২ সালে চালু হওয়া এক্সবক্স লাইভ। এর মাধ্যমে কয়েক জন মিলে একসঙ্গে অনলাইনে গেইম খেলার সুযোগ তৈরি হয়।
পরবর্তীতে একে একে বাজারে আসে এক্সবক্স ৩৬০, এক্সবক্স ওয়ান এবং সিরিজ এক্সের মতো সংস্করণগুলো। ‘হালো’, ‘ফরজা’, এবং ‘গিয়ারস অব ওয়ারের’ মতো এক্সক্লুসিভ গেমগুলো এক্সবক্সের প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরো বাড়িয়ে তোলে।
১৮৮৭ সালের আজকের এই দিনে জার্মান উদ্ভাবক কার্ল গাসোনার তাঁর উদ্ভাবিত ড্রাইসেল ব্যাটারির জন্য পেটেন্ট নেন।